পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( රණ් Y আসন বিছাইল নিশীথিনী গগন তলে, গ্ৰহতার সভা ঘেরিয়া দাড়াইল । । নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া, থামাইল ধরা দিৰ স কোলাহল । ৩৩৬ ॥ রাগিণী সাহানা—তাল কাওয়t লি । অtজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল । কতদিন পরে মন মাতিল গানে পূর্ণ আনন্দ জাগিল প্রাণে, ভাই বলে ডাকি সবারে, ভুবন সুমধুর প্রেমে ছাইল । ৩৩৭ ৷ রাগিণী বাহার—তাল তেওরা । জাজি বহিছে বসন্ত পবন সুমন্দ । তোমারি সুগন্ধ হে ॥