পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৪৯ ) - তব বলে কর বলী যারে কৃপাময় লোকভয় বিপদ মৃত্যু ভয় দূর হয় তার, আশা বিকাশে সব বন্ধন ঘুsে, নিত্য অমৃতরস পায় হে। ৩৪৮ ॥ রাগিণী ভৈরে"-তাল বীপতাল । কেন বাণী তব নাহি শুনি নাথ হে। অন্ধ জনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিম রাত হে। স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা, চকিতে শুধু দেখা দিয়ে চির মরম বেদন, আপনাপানে চাহি শুধু নয়ন জল পাত হে। পরশে তব জীবন নব সহসা যদি জাগিল, কেন জীবন বিফল কর মরণ শরঘাত হে। অহঙ্কার চূর্ণ কর প্রেমে মন পূর্ণ কর দুদয় মন হরণ করি রাখ তব সাথ হে। ৩৪৯ {