পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ బి4) } অমৃত-মধুর তার প্রেম গান মানব সবে শুমাওরে । মধুর তানে নীরস প্রাণে মধুর প্রেম জাগাওরে। ব্যথা দিওনা কাহারে, ব্যথিতের তরে পাষাণ প্রাণ র্কাদাওরে ! নিরাশেরে কহ অাশার কাহিনী প্রাণে নববল দাওরে । অনিন্দ ময়ের জমীননা অালয় নব নব তানে ছাওরে, পড়ে থাক সদা বিভুর চরণে, আপনারে ভুলে যাওরে। ৩৫১ ৷ রাগিণী কানেড়া—তাল কাওয়ালি । ঘোর রজনী এ, মোহ ঘনঘট। কোথা গৃহ হায়, পথে বলে ।