পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয় স্বামী তুমি চির প্রবীন, । তুমি চির নবীন, চির মঙ্গল চির স্বন্দর। ৩৫৪ ॥ রাগিণী খাম্বাজ—তাল ধামার । ডাকিছ কে তুমি তাপিত জনে তাপ হরণ স্নেহ কোলে। নয়ন সলিলে ফুটেছে হাসি । ডাক শুনে সবে ছুটে চলে তাপ হরণ স্নেহ কোলে । ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে, শুনেছে তাহারা তব করুণ, কুথি জনে তুমি নেবে তুলে তাপ হরণ স্নেহ কোলে । ৩৫৫ }