পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૭૮૪ ) মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেম-কুসুম-বাসে । উজ্জল যত ভকত হৃদয় মোহ তিমির নাশে । দাও নাথ প্ৰেম-অমৃত বঞ্চিত তব দাসে । ৩৫৬ ৷ রাগিণী পরজ-তাল কাওয়ালি। তব প্রেম স্থধারসে মেতেছি, ডুবেছে মন ডুবেছে। কোথা ব্লুে আছে নাহি জানি, " Cउiभोच्न মাধুরী পানে মেতেছি । ডুবেছে মন ডুবেছে। ৩৫৭ n রাগিণী গোড়—তাল চৌতাল । তুমি জাগিছ কে !