পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७१४ ) আকাশে দিবানিশি উথলে সঙ্গীত ধ্বনি তাহার কে শুনে সে মধুবীণারব— অধীর বিশ্ব শূন্ত পথে হল বাহির। ৩৮২ ॥ রাগিণী মিশ্র বেল{ওল—তাল ঝাঁপতাল । শুনেছে তোমার নাম, অনাথ আতুর জন, এসেছে তোমার দ্বারে, শূন্য ফেরে না যেন। কাদে যারা নিরাশায়, অ্যাথি যেন মুছে যায়, যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন। কত শত আছে দীন, অভাগী আলয় হীন শোকে জীর্ণ প্রাণ কত কঁাদিতেছে নিশিদিন । পাপে যারা ডুবিয়াছে, যাবে তার কার কাছে কোথা হায় পথ আছে, দাও তারে দরশন। ৩৮৩ ॥ রাগিণী ভৈরবী—তাল একতালা । সথা মোদের বেঁধে রাথ প্রেম ডোরে ।