পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ov> ) প্রেমসুধা পানে প্রাণ বিহবল প্রায় রসন অলস অবশ অনুরাগে । ৩৮৭ ॥ রাগিণী বেহাগ—তাল চোতাল । স্বামী তুমি এস আজ, অন্ধকার হৃদয় মাঝ, পাপে স্নান পাই লাজ, ডাকি হে তোমারে । ক্রনন উঠিছে প্রাণে, মন শাস্তি নাহি মানে, পথ তবু নাহি জানে আপন অ’াধারে। ধিক ধিক জনম মম, বিফল বিষয় শ্রম, রিফল ক্ষণিক প্রেম টুটয়া যায় বারবার। ! সস্তাপে হৃদয় দহে নয়নে অশ্রুবারি বহে, বাড়িছে বিষয় পিপাসা বিষম বিষ বিকারে ॥৩৮৮ রাগিণী দেশ-তাল কাওয়ালি। হায় কে দিবে অার সাত্বনা, সকলে গিয়েছে হে তুমি যেওনা,