পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 st ) যে প্রেম দুঃখেতে ধরে উজ্জল আকার । যে প্রেম সমান ভাবে রবে চিরদিন, নিমেষে নিমেষে যাহা হইবে নবীন, যে প্রেমের শুভ্ৰ হাসি, প্রভাত কিরণ রাশি, যে প্রেমের অশ্রজল শিশির উষার । যে প্রেমের পথ গেছে অমৃত সদনে, সে প্রেম দেখায়ে দাও পথিক দুজনে, যদি কভু শ্ৰান্ত হয়, কোলে নিয়ো দয়াময়, যদি কভু পথ ভোলে দেখায়ে আবার । ৪২১৷৷ রাগিণী সাহানা—তাল যৎ । শুভদিনে শুভক্ষণে, পৃথিবী আনন্দ মনে, দুটি হৃদয়ের ফুল উপহার দিল মাজ। ওই চরণের কাছে, দেখগে পড়িয়া আছে, তোমার দক্ষিণহস্তে তুলে লও রাজ-রাজ।