পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( R • ) সে ত এল না, ষারে সঁপিলাম এই প্রাণ মন দেহ ! সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে, যার বঁাশ রী ধ্বনি শুনিয়ে আমি ত্যজিলাম গেহ । ২১ ৷ পিলু । আড়াখেম্টা। ওগো, সখি, দেখি, দেখি, মন কোথা আছে । কত কাতর হৃদয় ঘুরে ঘুরে হের কারে যাচে । কি মধু কি সুধা কি সৌরভ কি রূপ রেখেছ লুকায়ে ! কোন প্রভাতে, কোন রবির লোকে দিবে খুলিয়ে ..o. t সে যদি না আসে এ জীবনে এ কাননে পথ না পায় !