পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २8 ) ওই খেলা, ওই গান, ওই মধু হাসি । ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারি, কোথায় তোমার সীমা ভুবন মাঝারে! ২৬ ৷ কেদারা । খেম্টা। তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা ! কে জানিতে চায়, তুমি ভালবাস, কি ভালবাস না ! হাসে চন্দ্র, হাসে সন্ধা, ফুল্ল কুঞ্জকানন, হাসে হৃদয় বসন্তে বিকচ যৌবন । তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না । এসেছ কি ভেঙ্গে দিতে পেল ! সখীতে সখীতে এই হৃদয়ের মেলা ! আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও ! জীবনের আনন্দ পথ ছেড়ে দাড়াও ! দুর হতে কর পূজা হৃদয়-কমল-আসন । ২৭ }