পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २५ ) বিধেছে বাসনা কাটা প্রাণে এ ত ফুল নয় ফুল নয় । পাই যদি ভালবাসা হেলা করিব না, খেলা করিব না লয়ে মন । ওই প্রেমময় প্রাণে লইব আশ্রয় সখি, অতল সাগর এ সংসার, এ ত কুল নয় কুল নয় ! ৩২ ৷ মিশ্র দেশ। খেম্টা। অলি বার বার ফিরে যায় আলি বার বার ফিরে আসে, তবে ত ফুল বিকাশে ! কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রীসে ! ভূলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহ পাশে ।