পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २P ) ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয় রতন আশে । ফিরে এস, ফিরে এস, বন মোদিত ফুল, সে ! আজি বিরহ রজনী, ফুল্ল কুসুম শিশির সলিলে ভাসে । ৩৩ ৷ ভূপালী। কাওয়ালি । না বুঝে কারে তুমি ভাসালে অথিজলে। ওগো কে আছে চাহিয়া শূন্ত পথপানে, কাহার জীবনে নাহি সুখ, কাহার পরাণ জলে । পড়নি কাহার নয়নের ভাষা, বোঝনি কাহার মরমের আশা, দেখনি ফিরে, কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দলে’ ! ৩৪ ৷