পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৬ ) ভৈরবী । বীপতাল । কেন এলি রে, ভালবাসিলি, ভালবাসা পেলি নে ! কেন সংসারেতে উকি মেরে চলে গেলিনে ! সংসার কঠিন বড় কারেও সে ডাকে না, কারেও সে ধরে রাখে না । যে থাকে সে থাকে, আর যে যায় সে যায়, কারে তরে ফিরেও না চায় ! হায় হায় এ সংসারে যদি না পূরিল অাজন্মের প্রাণের বাসনা, চলে যাও মানমুখে ধীরে ধীরে ফিরে যাও, থেকে যেতে কেছ বলিবে না । তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে আর ত কেহ অশ্রু ফেলিবে না । ৪১ ৷