পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &8 ) হৃদয় কমল, তব চরণে টলমল, নয়ন যুগল মম উছলে ছলছল, প্রেমপূর্ণ তনু পুলকে চলচল চাহে মিলাইতে তোয়। কো তুহু বোলবি মোয় ! বঁশিরি-ধ্বনি তুহ অমিয়-গরলরে, হৃদয় বিদারয়ি হৃদয় হরলরে, আকুল-কাকলি ভুবন ভরলরে, উতল প্রাণ উতরোয়। কো তুহু বোলয়ি মোয় ! হেরি হাসি তব মধুঋতু ধাওল, শুনয়ি বাশি তব পিককুল গাওল, বিকল ভ্রমর সম ত্রিভুবন আওল, চরণ-কমল যুগ ছোয় । কো তুহু বোলবি মোয় ।