পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & & ) গোপবধুজন বিকশিত যৌবন, পুলকিত যমুনা, মুকুলিত উপবন, নীল নীর পর ধীর সমীরণ, পলকে প্রাণমন থোয় । কে তুহু বোলবি মোয় ! তৃষিত অখি, তব মুখপর বি ঔ রই, মধুর পরশ তব, রাধা শিহরই, প্রেম-রতন ভরি হৃদয় প্রাণ লই পদতলে অপনা থোয় । কে তুহু বোলবি মোয় ! কে তঁ হু কেঁ। তুহু সব জন পুছরি, অল্পদিন সঘন নয়ন জল মুছয়ি, যাচে ভানু, সব সংশয় সুচয়ি জনম চরণ পর গোয় । - কে তুহু বোলবি মোয় ! ৫১ :