পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( tನಿ ) মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল । দাড়িয়ে ছিলেম পথের ধারে সহসা দেখিলেম তারে নয়ন দুটা তুলে কেন মুখের পানে চেয়ে গেল। ৫৭ ৷ থাম্বাজ—আড়খেমটা । বনে এমন ফুল ফুটেছে ! মান করে থাকা আজি কি সাজে । মান অভিমান ভাসিয়ে দিয়ে— চল চল কুঞ্জ মাঝে । আজ কোকিলে গেয়েছে কুহু মুহু মুহু কাননে ঐ বাশি বাজে। - মান করে থাকা আজ কি সাজে ।