পাতা:রবিচ্ছায়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७¢ } অখি ভরিয়ে হেরি হাসি মুখানি। আজি সাজাব সর্থীরে সাধ মিটায়ে ঢাকিব তমুখানি কুসুমেরি ভূষণে গগণে হাসিবে বিধু গাহিব মৃদু মৃদু কাটাব প্রমোদে চাদিনী যামিনী ॥ ৬৬। বেহাগ—তাল ফেরত । মধুর মিলন। চাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন । মরমর মৃদুবাণী মর-মর মরমে কপোলে মিলায় হাসি সুমধুর সরমে ; নয়নে স্বপন । তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে, বাতাস চুপি চুপি ফিরিছে কাছে কাছে ; মালাগুলি গেঁথে নিয়ে আড়ালে লুকাইয়ে 候