পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o _वर्णावळाडा আকাশ অন্ধকারমর, যতদরে দন্ট হয়, সম্মখে ও পশ্চাতে নদীর জল ধনু ধ করিতেছে, রাশি রাশি মেঘ সেই নীল জলে প্রতিফলিত হইতেছে, অলপ বায়তে নদীর জল উচ্ছসিত হইতেছে, তরঙ্গমালা ও ফেনরাশির মধ্য দিয়া নৌকা কল কল শব্দে চলিতেছে। উভয় পাশ্বে’ কোথাও আম্রকানন নিশাচরশ্রেণীর ন্যায় নিবিড় অন্ধকারে দণ্ডায়মান রহিয়াছে ও বায়তে গম্ভীর শব্দ করিতেছে, কোথাও বা কতদরে শত্র বালকোরাশি বিস্তত রহিয়াছে । আকাশে দুই একটী নক্ষত্র দেখা যাইতেছে, মেঘ ক্ৰমাগত উড়িতেছে, কৃষ্ণবর্ণ মেঘের পর কৃষ্ণবণ মেঘ পশ্চিমদিকে রাশীকৃত হইতেছে। নৌকা কল কল শব্দে চলিতেছে। বিমলা নৌকার পশ্চাদ্ভাগে বসিয় চতুবেষ্টিত দগের দিকে নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিতে দেখিতে হৃদয়ে কত যে চিন্তার আবিভাব হইতে লাগিল, কে বলিবে ? ছয় বৎসরকাল যে দগে অতিবাহিত করিয়াছেন, স্নেহময়ী মাতার ষে দাগে মৃত্যু হইয়াছে, বাল্যকাল হইতে যে দগে যৌবনকাল প্রাপ্ত হইয়াছেন, আজি সেই দগে পরিত্যাগ করিয়া অনন্ত সংসার-সাগরে ঝাঁপ দিলেন। সে সাগরের কি কল আছে ? বিমলা কি সেই কল পাইবেন ? আশ্রয়হীনা রমণী কি পিতাকে ফিরিয়া পাইবেন ? মহাশ্বেতা ও সরলার কি উদ্ধারসাধন করিতে পারবেন ? পাপাচারী শকুনির দণ্ডবিধান করিতে পারবেন ? যিনি কখন অনেক দিনের জন্য দেশত্যাগী হইয়া ষাত্রা করিয়াছেন, পোতে আরোহণ করিয়া মাতৃভূমির দিকে সতৃষ্ণনয়নে নিরীক্ষণ করিয়াছেন, পৃথিবীর মধ্যে যাহা কিছ প্রিয় ও সুখকর আছে সজল নয়নে সকলের নিকট বিদায় লইয়াছেন, অলপ বয়সে সহায়হীন বন্ধনহীন প্রবাসী হইয়া অনন্ত সংসার-সাগরে ঝাঁপ দিয়াছেন,—তিনিই বিমলার সে রাত্রির ঘোরচিন্তা ও ঘোরদঃখ অনুভব করিতে পারেন। একাকী নৌকার পশ্চাস্তাগে বসিয়া সেই গভীর অন্ধকার রজনীতে চতুবোটিত দগের দিকে দেখিতে লাগিলেন। জলের কল কল শব্দ শুনিতেছিলেন না, আমুকাননের গম্ভীর শব্দ শুনিতেছিলেন না, তরঙ্গমালার উচ্ছবাস ও ফেনরাশির খেলা দেখিতেছিলেন না, ঘোর মেঘের ছটা দেখিতেছিলেন না, কেবল চতুবেষ্টিত দাগ দেখিতেছিলেন, আর অনন্ত ভাবনা ভাবিতেছিলেন। সে ভাবনার শেষ নাই, আকাশ যেরপ অনন্ত, নদীর স্রোত ষেরপ অবারিত, সে চিন্তা সেইরাপ অনন্ত ও অবারিত। ভাবিতে ভাবিতে বিমলা চারিদিক শান্য দেখিতে লাগিলেন, তাঁহার স্বভাবতঃ বীরাস্তঃকরণ অদ্য দ্রবীভূত হইতে লাগিল। যখন চাহিয়া চাহিয়া আর সে দাগ দেখিতে পাইলেন না, কেবল দভেদ্য তিমিররাশি দেখিতে লাগিলেন, তখন হস্তদ্বয়ে মুখ আবরণ করিয়া দর-বিগলিত অশ্রধারা বিসর্জন করিলেন, তাঁহার অঙ্গুলির মধ্য দিয়া আশ্রজেল বাহির হইয়া বাহুদ্বয় ও বক্ষঃস্থল একেবারে সিক্ত করিল। শ্রাস্ত হইয়া নিদ্রিত হইয়া পড়িলেন। বিমলা যে নিরাপদে মঙ্গের প’হছিয়াছিলেন, তাহা পাঠক মহাশয় জানেন। ষড়ৰিংশ পরিচ্ছেদ ; অপরপে ব্যুহ YET though thick the shafts as snow, Though charging knights like whirlwinds go, Though billmen ply their ghastly blow, Unbroken was the ring. The stubborn spearmen still made good Their dark impenetrable wood, Each stepping where his comrade stood, The moment that he fell. —Scott. শত্ররা এক্ষণও“মঙ্গেরের নিকট বসিয়া আছে, টোডরমল্প এক্ষণও অসাধারণ যুদ্ধকৌশল প্রকাশ করিয়া দাগ রক্ষা করিতেছিলেন, ইন্দ্রনাথ দিন দিন খ্যাতিলাভ করিতেছিলেন। সুযোগ ○ >