পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञय ब्रध्ननाबव्नौ যখন দেখিলেন, রাজা নিরাপদে দাগে প্রবেশ করিয়াছেন, তখন আপন অশ্ব হইতে অবতরণ করিবার চেষ্টা করিলেন, কিন্তু সহসা পড়িয়া গেলেন, আর উঠিতে পারিলেন না। তাঁহার শোণিতে তাঁহার শরীর প্লাবিত হইয়াছিল, বলশন্যতাবশতঃ মচ্ছিত হইয়া ভূমিতে পতিত হইলেন। ইন্দ্রনাথের সৈন্যেরা অনেকেই সেতু পার হইয়াছিল। শত্রগণ যাইবার সময় দেখিল, ইন্দ্রনাথ আহত হইয়াছেন। উল্লাসে চীৎকার করিয়া ইন্দ্রনাথকে ভূমি হইতে তুলিয়া শিবিরাভিমুখে চলিল। ইন্দ্রনাথ বন্দী হইলেন। সপ্তবিংশ পরিচ্ছেদ ঃ বন্দী THE soldier's hope, the patriot's zeal, For ever dimmed, for ever crossed, Oh! who shall say what heroes feel, When all but life and honor's lost. The last sad hour of freedom's dream, And valor's task moved slowly by. While mute they watched till morning's beam, Should rise and give them light to die. There's yet a world where souls are free, Where tyrants taint not nature's bliss, If death that world's bright opening be Oh! who would live a slave in this 2 ———Моore. শত্ররা ইন্দ্রনাথকে অচেতন অবস্থায় বন্দী করিয়া শিবিরে লইয়া চলিল। অনেকক্ষণ পর পুনরায় ইন্দ্রনাথের চেতনার সঞ্চার হইল। দেখিলেন তাঁহার চারিদিকে শত্রসমুহ আসীন রহিয়াছে। সমুখে এক উচ্চ সিংহাসনে মাসমেী উপবেশন করিয়া রহিয়াছেন। তাঁহার দুই পাশ্বে মহামান্য ওমরাহ ও অমাত্যগণ বসিয়া রহিয়াছেন। ইন্দ্রনাথ তাঁহাদিগের মধ্যে টোডরমল্লের বিদ্রোহী সেনাপতি তখান ও হুমায়নকে দেখিতে পাইলেন। ইন্দ্রনাথের পশ্চাতে জল্লাদ কুঠারহস্তে দন্ডায়মান রহিয়াছে, প্রভুর দিকে নিমেষশন্য লোচনে চাহিয়া রহিয়াছে, আজ্ঞা বা ইঙ্গিত পাইলেই বন্দীর শিরশেছদন করিবে। ಸ್ಟ್ಗಳ68 ತ ಣ | তীব্রদটিতে মাসমেীর প্রতি নিরীক্ষণ করিতে লাগলেন । মাসমীও ইন্দ্রনাথকে সচেতন দেখিয়া গম্ভীরস্বরে বলিলেন,—হিন্দু! তুমি বীরপরষ, কিন্তু বিদ্রোহাচরণ করিয়াছ, বিদ্রোহাচরণের দন্ড শিরশেছদন। ইন্দ্রনাথ ভীষণস্বরে উত্তর করিলেন,—যোদ্ধা মৃত্যুর আশঙ্কা করে না, যাহা ইচ্ছা হয়, করন আমি বিদ্রোহাচরণ করি নাই। মাসুমী ইন্দ্রনাথের উগ্রভাবে কিছলমাত্র কুপিত না হইয়া বলিলেন,—টোডরমল্লের সহিত যোগ দিয়া বঙ্গদেশের জায়গীরদারদিগের সহিত যুদ্ধ করা বিদ্রোহাচরণ নহে? ইন্দ্রনাথ পুনরায় সগবে উত্তর করিলেন,—বঙ্গদেশের অধীশ্বর, সমস্ত ভারতবষের অধীশ্বর সকলেই ভাবিলেন, ইন্দ্রনাথ আপনি আপনার মৃত্যু ঘটাইতেছেন, সকলেই ভাবিলেন, মাসমেী সেইক্ষণেই ইন্দ্রনাথের শিরশেছদনের আদেশ দিবেন। কিন্তু মহানুভব মাসমী, অসহায় হিন্দরে এইরুপ নিভীকতা দশানে কুপিত হইলেন না, বরং আহমাদিত হইলেন । ধীরভাবে বলিতে লাগিলেন–বীর ! তোমার উগ্রতা ক্ষমা করিলাম, তোমার বীরত্ব দেখিয়া আনন্দিত হইলাম, 心8