পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yoهl পল্লকাদি দিয়া এবং নানাভাবে সাহায্য করিয়া অন্যগহীত করিয়াছেন। যে সকল প্রতিষ্ঠানের নিকট আমি পুস্তক ও তথ্যাদি সংগ্রহে যথোচিত সাহায্য পাইয়াছি তাহার মধ্যে বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং ন্যাশনাল লাইব্রেরীর নাম বিশেষ উল্লেখযোগ্য। আরও অনেকের নিকট হইতে আমি সহায়তা লাভ করিয়াছি। এখানে সকলের নামোল্লেখ সম্ভব না হইলেও তাঁহাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি। পরিশেষে বক্তব্য এই যে সাহিতা সংসদের পক্ষে শ্ৰীযক্ত শৈলেন্দ্রনাথ গ্রহরায় এবং শ্ৰীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত দীঘকাল যাবৎ রমেশ রচনাবলী প্রকাশের সবববিধ আয়োজনে আমাকে বিশেষভাবে উৎসাহ ও সাহায্য দান করিয়াছেন। তাঁহার রমেশ রচনাবলী প্রকাশদ্বারা বাঙ্গালা সাহিত্যের একটি বিস্মতপ্রায় সম্পদের পনরুদ্ধারে ব্রতী হইয়াছেন, এজন্য তাঁহারা বাঙ্গালী পাঠকমাত্রেরই ধন্যবাদাহ । ইতি—১লা বৈশাখ ১৩৬৬ | শ্ৰীযোগেশচন্দ্র বাগল।