পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटमश्व ब्रफ़नाबलौ এ কাতর স্বর শনিয়া ইন্দ্রনাথের চক্ষ জলে পণ্য হইল, কিন্তু উত্তর দিবার অবসর ছিল না। ইন্দ্রনাথ আশ্বারোহণ করিলেন, এবং শিশকে যেরপে উঠাইরা লয়, বিমলার ক্ষীণ শরীর আপনার পশ্চাতে উঠাইয়া লইলেন। বিমলা না পড়িয়া যান এই জন্য একটা পেটী দিয়া বিমলার শরীর ইন্দ্রনাথের শরীরের সহিত বদ্ধ করা হইল। R. যেখানে ইন্দ্রনাথের অশ্বারোহিগণ পরিখা রক্ষা করিতেছিল, বিদ্যুৎ গতিতে ইন্দ্রনাথ সেইখানে যাইলেন। চারিদিকে কৃষ্ণমেঘের ন্যায় প্রায় তিন চারি সহস্ৰ শত্রুসৈন্য সজিত হইয়া আসিতেছে। ইন্দ্রনাথ দ্রুতবেগে সসৈন্যে পরিখা পার হইয়া দ্রুতবেগে দগাভিমুখে চলিলেন, শক্রসেনা নিকটে আসিবার প্বেই তাঁহারা মঙ্গেরে পাহছিলেন। সমস্ত শিবির জয় জয় রবে পরিপরিত হইল। ইন্দ্রনাথ কারামুক্ত হইয়াছেন, হইয়াই শরদিগকে আক্রমণ করিয়াছেন, তাঁহার পঞ্চশত অশ্বারোহীর সহিত শরদিগের পরিখা উত্তীর্ণ হইয়া সব্বনাশ করিয়া আসিয়াছেন, এরপে সংবাদ পাইয়া মোগলসৈন্যগণ উল্লাসে উন্মত্তপ্রায় হইল। ট্রোডরমল্প স্নেহসহকারে ইন্দ্রনাথকে আলিঙ্গন করিলেন, তিনি কিরাপে উদ্ধার পাইলেন জিজ্ঞাসা করিবার কাহারও অবসর রহিল না। কয়েকজন অশ্বারোহী ভিন্ন বিমলার কথা কেহ জানিল না। বিমলা সেই রজনীযোগেই পিরালয়ে যাইলেন । রিংশ পরিচ্ছেদ ঃ পাপের প্রায়শিচত্ত OUT! Out! Brief candle ! —Shakespeare. উপরি উক্ত ঘটনার দুই তিন দিন পরে একদিন সন্ধ্যার সময় রাজা টোডরমল্ল ও ইন্দ্রনাথ দুই জন দাগের প্রাচীরোপরি পদচারণ করিতেছিলেন। তাঁহাদিগের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হইতেছিল। রাজা। ইন্দ্রনাথ ! যুদ্ধে কেবল সাহস আবশ্যক করে না, রণকৌশলও আবশ্যক। ইন্দ্রনাথ। কিন্তু আপনি কি বোধ করেন, যদি আমরা দগ ছাড়িয়া সম্মখেরণে প্রবত্ত হই, তাহা হইলে আমরা পরাস্ত হইব ? রাজা। যুদ্ধ করিলে পরাস্ত হইব না, কিন্তু কয়জন যুদ্ধ করিবে ? ইন্দ্রনাথ। মহারাজ ! তবে আমরা কয়দিন এই অবস্থায় দগের ভিতর থাকিব ? রাজা। আর অধিক দিন নহে। ঐ যে একখানি শিবিকা আসিতেছে, উহার আরোহী আমাদিগকে এইক্ষণেই সংবাদ দিবেন যে, আর অলপ দিনের মধ্যে শত্রর বিনাশ হইবে, আমাদের বিনাযুদ্ধে জয় হইবে। ইন্দ্রনাথ। মহারাজ ! আপনার যুদ্ধকৌশল জগৎবিখ্যাত। কিন্তু আপনি ভবিষ্যৎ বলিতে পারেন, তাহা আমি জানিতাম না। সেই শিবিকা নিকটে আসিলে তাহার ভিতর হইতে দেওয়ানজী সতীশচন্দু অবতরণ করিলেন। ইন্দ্রনাথ তাঁহাকে দেখিয়া আরও বিস্মিত হইলেন। সতীশচন্দ্রের সহিত রাজা টোডরমল্লের ষে যে কথা হইল, তাহা বিস্তারিত বিবরণ করিবার আবশ্যক নাই। সতীশচন্দ্র রাজা টোডরমল্ল কর্তৃক বঙ্গদেশীয় প্রধান প্রধান হিন্দু জমীদারের নিকট প্রেরিত হইয়াছিলেন। সতীশচন্দ্ৰ কাৰ্য্যদক্ষ, বাকপট ও বৃদ্ধিমান। সেই সকল জমীদারের নিকট নানারপে কারণ দশাইয়া তাঁহাদিগকে একে একে শত্রপেক্ষ ত্যাগ করিয়া সমাটপক্ষ অবলম্বন করিতে লওয়াইয়াছিলেন। আকবরশাহ পরম বন্ধ; হিন্দুদিগের উপর অন্যার করসমুহ উঠাইয়া দিয়াছেন; হিন্দুদিগের শাস্ত্র আলোচনা করিতেছেন; হিন্দরেমণী বিৰাহ করিয়াছেন; হিন্দুদিগের আচারব্যবহার কোন কোন অংশে অবলম্বন করিয়াছেন; বঙ্গদেশে হিন্দসেনাপতি ও শাসনকৰ্ত্তা প্রেরণ করিয়াছেন; বিজয়লক্ষী স্বয়ং সে সেনাপতির ছায়াস্বরুপ; তিনি দুইবার বঙ্গদেশ জয় করিয়াছিলেন এবং এবারেও জয় করিবেন; জয় করিলে বিদ্রোহী জায়গীরদারদিগকে শাস্তি দিবেন; কিন্তু এক্ষণে তাঁহার সহায়তা করিলে সে ক্ষত্রিয় মহাত্মা কখন সে ঋণ কিমত & O