পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञ* ब्रफ़नाबल" নবম পরিচ্ছেদ : কাশীর যুদ্ধ THE diadem with mighty projects lined, To catch renown by ruining mankind, Is worth, with all its gold and glittering store Just what the toy will sell for and no more. —Cowper. পর্বের্ণক্ত ঘটনার তিন বৎসর পর ১৬৫৭ খৃঃ অব্দে আশ্বিন মাসের প্রারম্ভে এক দিন ভারতবষের রাজধানী দিল্লী ও আগ্রানগরে বড় হলেস্থল পড়িয়া গেল। আগ্রার রাজদ্বার লোকে সমাকীর্ণ, সমস্ত নগরবাসী ভীত ও শশব্যস্ত, বাজার দোকান সমস্ত বন্ধ, ওমরাহ, মনসবদার, রাজপত, মোগল, পাঠান, সকলেই অস্থিরচিত্ত ও চিন্তাবিহবল। কায্যকম বন্ধ হইল, সকলেই ভীত ও উৎসকে । সম্রাট শাজিহান কয়েক দিন অবধি পীড়ায় শয্যাগত ছিলেন ; আজি সংবাদ রটনা হইল যে, তিনি কালগ্রাসে পতিত হইয়াছেন। רשי মিথ্যা সংবাদে শীঘ্রই সমুদায় ভারতবষী আচ্ছন্ন হইল। বঙ্গদেশ হইতে সজা, দক্ষিণ হইতে আরংজীব, গুজরাট হইতে মোরদ, রণসজায় বহিস্কৃত হইলেন, পিতৃবিয়োগে সকলেই সিংহাসনারোহণে লোলুপ হইলেন। পরে যখন প্রকৃত সংবাদ জানা গেল যে, শাজিহান জীবিত আছেন, তখনও রাজপত্রগণ রণোদ্যম হইতে নিরস্ত হইলেন না। তাহার এক কারণ এই যে, ইতিপবে কয়েক মাস হইতে সম্রাট পীড়াবশতঃ রাজকায্য করিতে অক্ষম হইয়াছিলেন। তাঁহার জ্যেষ্ঠপত্র দারা এই অবসরে সমস্ত রাজকায্য আপনিই করিতে লাগিলেন, কোন বিষয়ে পিতার মত লইতেন না, জন্মের মত পিতাকে রুদ্ধ রাখিয়া আপনি রাজকাৰ্য্য করবেন এইরুপ আচরণ করিতে লাগিলেন। কেহ কেহ শঙ্কা করিয়াছিল যে, বিষপ্রয়োগ দ্বারা যদুবরাজ আপন সিংহাসনের পথ নিকটক করিবেন। দারার ভ্রাতৃগণ পিতার শাসনে সম্মত ছিলেন, কিন্তু জ্যেষ্ঠভ্রাতার শাসনে সম্মত ছিলেন না, এই জন্য সমগ্র ভারতবষে যুদ্ধানল প্রজবলিত হইল। ১৬৫৭ খৃঃ অব্দের শেষে বারাণসীর যুদ্ধ হইল। যুদ্ধক্ষেত্র শীতকালের সায়ংকালেব আলোকে ভীষণরপে ধারণ করিয়াছে। অশ্ব, হস্তী, উল্ট্র ও মনষ্যের শবরাশিতে ক্ষেত্র পরিপািণ হইয়া রহিয়াছে। কোথাও মতদেহ সমুদয় পড়িয়া যেন আকাশের নক্ষত্রের দিকে স্থির দস্টি করিতেছে; কোথাও মন্মষের অবস্থায় অঙ্গহীন সিপাহী ক্ষীণস্বরে "জল জল” করিয়া চীৎকার করিতেছে ; কোথাও দুই এক জন সেনা নিজ নিজ ভ্রাতা বা বন্ধর অনুসন্ধান করিতেছে; হায়! তাহাদের এ জগতে আর ফিরিয়া পাইবে না। দুই এক জন তস্কর বহমাল্য বস্ত্র বা বর্ণলঙ্কার বা অসত্ৰাদির অন্বেষণে ফিরিতেছে, ক্ষণে ক্ষণে পেচকের ভীষণ রব শনা যাইতেছে, এবং শগালগণ মহাকোলাহলে রব করিয়া যুদ্ধক্ষেত্রের দিকে আসিতেছে। দুই এক স্থানে অগ্নিশিখা দেখা যাইতেছে ও ক্ষণে ক্ষণে আলোকচ্ছটায় ক্ষেত্র ও শবরাশি উক্তজবল করিতেছে। দরে গঙ্গার পবিত্র জল কল কল শব্দে প্রবাহিত হইতেছে ; নদীর বিশাল বক্ষঃস্থল শান্ত, বিস্তীণ ও উত্তজবল, ক্ষুদ্র মানবের সুখ বা দুঃখ জয় বা পরাজয়ে বিচলিত হয় না। ক্রমে রজনী গভীর হইল, চন্দ্র উদিত হইল, তাহার নিমলি নিচকলঙ্ক কিরণে মানবের কি কলঙ্কের কথা প্রকাশ করিতে লাগিল! প্রতিদ্বন্দ্বী ভ্রাতৃগণ পরস্পরের শোণিতপানে লোলুপ হইয়া এই যুদ্ধানল প্রজবলিত করিয়াছে; শব্গাল, ব্যাঘ্ৰ, ভল্লকেও স্বজাতির উপর হিংসা করে না! সেই চন্দ্রালোকে দুই জন রাজপত কোন বন্ধর অনুসন্ধানে যুদ্ধক্ষেত্রে আসিয়াছিল। এক স্থানে কতকগুলি শব পড়িয়াছিল, তাহার মধ্য হইতে যেন বেদনা-সচক সবর বাঁহগাত হইল। রাজপতে সেনাগণ দেখিল একজন যবেক মন্মষের অবস্থায় পড়িয়া শব্দ করিতেছে। হৃদয়ে আঘাত পাইয়াছে, ও সেই ক্ষতস্থান হইতে অনবরত শোণিত নিগতি হওয়ায় প্রায় অচেতন হইয়াছে, কিন্তু মত্যর আশর সম্ভাবনা নাই । যবকের আকৃতি দেখিয়া রাজপত দুই জন বিস্মিত হইল। বয়-ক্ৰম অতিশয় অলপ, বোধ হয় অল্টাদশ বৎসরের অধিক নহে। মুখমণ্ডল অতিশয় সন্দের ও উত্তজবল, সেরাপ সৌন্দযর্ণ సిసి