পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभ* ज्ञकनाबब्ल" হার রাজাকে দিও এবং বলিও দেশে আমার দুইটী শিশু সস্তান আছে, হতভাগাদের মাতা নাই। মহারাজাকে বলিও যেন অনুগ্রহ করিয়া তাহাদিগের উপর কৃপাদটি করেন, বালক রঘুনাথও* কালে রাজার আজ্ঞায় পিতার ন্যায় সংগ্রামে জীবন দিতে সক্ষম হয় ইহা অপেক্ষা অধিক মঙ্গল ইচ্ছা তাহার পিতা জানে না। নরেন্দ্র নিস্তব্ধ হইয়া রহিলেন, তাঁহার নয়ন হইতে এক বিন্দ জল পড়িল। গজপতির নয়নদ্বয় শতক ও অতিশয় উজৰল। সহসা ভেরী-শব্দ শনা যাইল, আরংজীব সিপ্রানদী পার হইবার উদ্যোগ করিতেছেন। গজপতি রণসজা পরিধান করিয়া বাহিরে আসিলেন, লম্বফ দিয়া অশ্বে আরোহণ করিয়া তীরবেগে নদীমুখে চলিলেন। নরেন্দ্রও নিগত হইয়া যাদ্ধাভিমুখে চলিলেন। ষোড়শ পরিচ্ছেদ ঃ মোগল শিবির ONE ye brave Who rush to glory or to grave. —Campbell. যুদ্ধের পবেনিশায় রাজপত-শিবির পাঠক দশন করিয়াছ; একবার সেই নিশায় মোগল শিবির দশন কর। আরংজীব পাবেই সেই স্থানে পেশছিয়াছিলেন, মোরাদের জন্য অপেক্ষা করিতেছিলেন। দুই তিন দিন পর মোরাদ সসৈন্য আরংজীবের সহিত যোগ দিলেন, দই তিন দিনের মধ্যে যদি যশোবন্ত সিংহ আরংজীবকে আক্রমণ করিতেন, আরংজীব অবশ্যই পরাস্ত হইতেন। কোন কোন ইতিহাসবেত্তা বলেন যে, আরংজীবের অলপমাত্র সৈন্য আছে এ কথা যশোবন্ত জানিতেন না, সেই জন্যই আক্রমণ করেন নাই। আবার কেহ কেহ বলেন, মহানুভব রাজপত সেনাপতি সে কথা জানিয়াও অলপসংখ্যক সৈন্যের সহিত যুদ্ধ করা রীতিবিরদ্ধে, এই জন্যই অপেক্ষা করিয়াছিলেন। আজি আরংজীব ও মোরাদ দুই ভ্ৰাতায় সাক্ষাৎ হইয়াছে, কালি যুদ্ধ হইবে। জয় জয় নাদে দেশ পরিপন্ণ হইতেছে। পণ্যবসামণ্ডিত উৎকৃষ্ট দীপালোকশোভিত একটী প্রশস্ত শিবিরে দই শ্রাতা ভোজন করিতে বসিয়াছেন, চারিদিকে জগদ্বিমোহিনী নৰ্ত্তকী ও গায়কীগণ নত্যগীতাদি করিয়া রাজপত্রদ্বয়ের মনোরঞ্জন করিতেছে । মোরাদের প্রশস্ত ললাট, বিশাল বক্ষঃস্থল. বীর আকৃতি, ও অকপট হৃদয় ; আরংজীবের ললাট কুণ্ডিত, দটি তীক্ষা ও তীব্র, মন সব্বদাই সহস্ৰ চিন্তায় অভিভূত। তথাপি আরংজীব কি সন্দের সরল হাসিই হাসিতেছেন, কি সম্মান সহকারে মোরাদের সহিত বাক্যালাপ করিতেছেন। যেন ভ্রাতাকে দেখিয়া তিনি আর আনন্দ রাখিতে পারিতেছেন না, যেন ভ্রাতার কার্য্যসাধন অপেক্ষা জগতে তাঁহার অন্য আমোদ বা অন্য কোনও প্রকার উদ্দেশ্য নাই । ভোজন সাঙ্গ হইল, ভূত্যেরা ফল ও মদিরা লইয়া আসিল। গায়কীগণ পুনরায় সপ্তস্বরে গান আরম্ভ করিল, শিবির আমোদিত হইল। কেশের হীরকের সহিত কটাক্ষদটির জ্যোতিঃ মিশিয়া যাইতে লাগিল, সুললিত গানের সহিত সমিস্ট হাস্যধৰনি মিশিয়া যাইতে লাগিল, মোরাদ একেবারে বিমোহিত হইলেন। অবশেষে আরংজীবের ইঙ্গিতে নৰ্ত্তকীগণ চলিয়া গেল । আরংজীব সবেণপাত্রে মদিরা ঢালিয়া মোরাদের হস্তে দিয়া বলিলেন,—আজি সেবায় আপনাকে তুল্ট করিতে পারিয়াছি, আজি আমার জীবন সাথক। মোরাদ। আরংজীব, আপনার ন্যায় অমায়িক ভ্রাতা আমি পাইব না। একট মদিরা আপনার জন্য লউন । আরংজীব। ক্ষমা করুন, আপনি জানেন আমার জীবনে সখের বাঞ্ছা নাই। হৃদয়ে বড় m mym :صمدني = sعصص مصـ S S S S SMSSSS যাহার রঘুনাথের কথা জানিতে চাহেন তাঁহারা "জীবন প্রভাত’ আখ্যায়িকা পাঠ কারবেন। S SO