পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাম্ববাকণ্ডকল இ. • অন্টাদশ পরিচ্ছেদ ঃ চিতোর WHERE like a man beloved of God, Through glooms, where never woodman trod, How oft pursuing fancies holy, By moonlight way o’fer flowering weeds I wound, Inspired beyond the guess of folly, By each rude shape and wild

  • unconquerable sound !

O ye loud waves' and O ye forests high And O ye clouds that far above me soared ! Thou rising sun and blue rejoicing sky Yea, everything that is and will be free : Bear witness for me, wheresoe’er ye be, With what deep worship I have still adored The spirit of divine Liberty; —Coleridge. যশোবন্তসিংহের অবশিষ্ট অল্পসংখ্যক সেনা রাজপুতানা অভিমুখে আসিতে লাগিল। নরেন্দ্র তাঁহার পরম বন্ধ গজপতির মরণে অতিশয় দুঃখিত ও ক্লিন্ট হইলেন, কিন্তু প্রত্যহ নতন নতন দেশ দেখিতে দেখিতে সে দুঃখ কিঞ্চিৎ পরিমাণে বিস্মত হইলেন। কয়েক দিন আসিতে আসিতে সৈন্যেরা অবশেষে রাজপুতানার অভ্যন্তরে আসিয়া পড়িল। যশোবন্তসিংহ মাড়ওয়ার দেশের রাজা, সে দেশে আসিতে হইলে মেওয়ার দেশের অভ্যন্তর দিয়া আসিতে হয়। মেওয়ার দেশের অসংখ্য দাগ দেখিয়া নরেন্দ্র বিস্মিত হইলেন। দগগুলি প্রায়ই পৰ্বতচড়ায় নিমিতি, সহসা হস্তগত করা শত্রর দুঃসাধ্য। পর্বতগুলি উন্নত শিরে মুকুটম্বরপে দগে ধারণ করিয়া অপব্ব শোভা ধারণ করিয়াছে। সে সমস্ত দাগে উঠিবার পথ নাই, কেবল একদিকে সোপানের ন্যায় পথ আছে, তাহার উপর দিয়া লোকে গমনাগমন করে। যুদ্ধকালে দগের ভিতর খাদ্যসামগ্রী সঞ্চিত হয়, সেই একটীমার দ্বার রদ্ধ হয়, পরে শত্ৰগণ যাহাই করকে না, দগাবাসিগণ নিশিচন্তে থাকিতে পারে। শত্ররা দাগে উঠিবার উপক্রম করিলে উপর হইতে প্রস্তররাশি নিক্ষিপ্ত হয়, ঐ প্রস্তরাঘাতে একেবারে বহুসংখ্যক শত্র বিনষ্ট হয়। এইরুপ দাগ দেখিতে দেখিতে সৈন্যেরা অবশেষে একদিন সন্ধ্যার সময় চিতোরের দাগের নিকট আসিয়া উপস্থিত হইল। সৈন্যেরা আহারাদি সমাপ্ত করিয়া আপন আপন শিবিরে বিশ্রাম দগে ভ্রমণ করিতে লাগিলেন। নরেন্দ্র বিস্মিত নয়নে কুম্ভরাজার সন্দর স্তম্ভ দেখিলেন, পদ্মিনী রাজ্ঞীর প্রাসাদ ও সরোবর দেখিলেন, যে সিংহদ্বারে রাজপত যোদ্ধাগণ বার বার অসিহস্তে ఏ ఏ రి