পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्राथबौकथ्क५ “এই কি একবার ? বৎসর বৎসর এইরুপ সংগ্রাম হইল, বৎসর বৎসর প্রচুর সেনা, ধন, রাজ্য হ্রাস পাইতে লাগিল, বৎসর বৎসর তাঁহার জীবনাকাশ অন্ধকারাচ্ছন্ন হইতে লাগিল, কিন্তু তাঁহার বীরত্ব হ্রাস হইল না, তিনি দিল্লীর দাস হইলেন না। * "রাজপত ! তোমাদিগের চক্ষতে যদি জল থাকে, বিসঙ্গজন কর, হৃদয়ে যদি শোণিত থাকে, বিসঙ্জন কর । ঐ দেখ প্রতাপের রাজরাণী পৰ্বতকদরে শয়ন করিয়া রহিয়াছেন! আকাশ মেঘাচ্ছন্ন, মনুষলধারায় ব্যটি হইতেছে, রাজরাণী পব্বতকদরে শয়ন করিয়া আছেন, প্রতাপ খড়গ্ৰহস্তে জাগরিত হইয়া আছেন। ঐ দেখ বক্ষ হইতে রল্জ লবিত হইয়াছে, কাঠাসনে কি দলিতেছে ? জগদীশ । রাজার শিশ পরেরা ঝুলিতেছে, নীচে রাখিলে হিংস্ৰক জন্তু লইয়া যাইবে। ঐ দেখ প্রতাপের পত্রবধ শস্কেপত্র জালাইয়া খাদ্য প্রস্তুত করিতেছেন, রন্টী প্রস্তুত হইল, সকল খাইও না, অদ্ধেক খাও, অদ্ধেক রাখিয়া দাও, আবার ক্ষুধা পাইলে কোথায় পাইবে ? ঐ শন, ক্ৰন্দনধৰনি শ্রত হইল! একটা বালিকার হস্ত হইতে বনবিড়াল রটা কড়িয়া লইয়া গেল, রাজকন্যা ক্ষুধায় চীৎকার করিয়া ক্ৰন্দন করিতেছে। "রাজপতগণ! প্রতাপের জয়গীত গাও, তিনি পঞ্চবিংশ বৎসর মোগলদিগের সহিত যুদ্ধ করিয়াছেন, পবিতশিখরে বাস করিয়াছেন, পাবত উপত্যকায় যুদ্ধ করিয়াছেন, পৰ্বতকন্দরে সত্রীপরিবারকে পালন করিয়াছেন, তথাপি ইহজন্মে আকবরের অধীনতা স্বীকার করেন নাই। পব্বতে পাবতে এই গীত প্রতিধৰনিত হইতে থাকুক, সমগ্র রাজস্থানে এই গীত শদিত হইতে থাকুক, হিমালয় হইতে প্রতিহত হইয়া সাগরবারি পয্যন্ত সঞ্চরণ করকে, হিমালয় অতিক্রম করিয়া সমস্ত জগতে ব্যাপ্ত হউক, আর যদি সাহস ও স্বদেশানরোগের গৌরব থাকে, এই গীত আকাশপথে উত্থিত হইয়া সবগের দ্বারে আঘাত করিয়া মানবের যশঃ-কীৰ্ত্তি বিস্তার কর্ক!" চারণের ভীষণ গন্জন শুনিয়া সকলেই স্তম্ভিত হইয়া রহিল: ক্ষণপরে সকলে চাহিয়া দেখিল চারণ নাই, তাঁহার চিহ্নমারও নাই, কেবল আকাশে মেঘরাশি ভীষণ গডজনি করিয়া যেন তাঁহার ভয়াবহ গীত বার বার ধবনিত করিতে লাগিল। রাজপতেরা সবদেশের পবেগৌরব সমরণ করিতে করিতে উৎসাহে হােঙ্কার করিয়া উঠিল, যোদ্ধাদিগের চক্ষ বীরাশ্রতে ছল ছল করিতে লাগিল। অনেকক্ষণ পর তাহারা উঠিয়া আপন আপন শিবিরে প্রস্থান করিল। নরেন্দ্র তাঁহাদের সহিত প্রস্থান করিলেন না, তিনি হন্তে গন্ডস্থল স্থাপন করিয়া সেই মেঘাচ্ছন্ন রজনীতে ভীষণ চিতোর দগের তলে বসিয়া কি চিন্তা করিতে লাগিলেন। মেঘ ক্ৰমে গাঢ়তর হইয়া আসিতেছে, নরেন্দ্র প্রস্থান করিলেন না। আকাশের প্রান্ত পয্যন্ত উক্তজবল বিন্দাল্লতা জগৎ ও গগনমাগ চমকিত করিতে লাগিল, রহিয়া রহিয়া মেঘ ভীষণ গজানে পথিবী কল্পিত করিতে লাগিল, রহিয়া রহিয়া নৈশ বায় ভীষণ উচ্ছাসে বহিতে লাগিল, নরেন্দ্র প্রস্থান করিলেন না। নরেন্দ্র ভাবিতে লাগিলেন,—সবদেশেও মহাবলপরাক্রান্ত রাজারা আছেন, তবে সন্দের বঙ্গদেশের এ দন্দশা কেন ? যুদ্ধই রাজপতদিগের ব্যবসা; বালক, বদ্ধ, সকলেই যুদ্ধশিক্ষা করে, তাহারা ধন দিয়াছে, ঐশ্বষ" দিয়াছে, প্রাণ দিয়াছে, তথাপি স্বাধীনতা বিসঙ্গজনি দেয় নাই। তাহাদের গ্রাম দগ্ধ হইয়াছে, নগর লুণ্ঠিত হইয়াছে, দাগ শত্রহস্তে পতিত হইয়াছে, তথাপি তাহারা গৌরব বিসঙ্গজনি দেয় নাই। সে গৌরবগাঁত আজিও আরাবলীর কন্দরে ও উপত্যকায় প্রতিধৰনিত হইতেছে। আর বঙ্গদেশ ! বেগ-প্রবাহিনী গঙ্গানদী তাহার গৌরবগীত গায় না, ব্ৰহ্মপত্র স্বাধীনতার গীত গায় না, রাজা প্রজা সকলেই বড় সুখে নিদ্রা যাইতেছে! জগতে তাহাদিগের নাম নাই; বীরমণ্ডলীর মধ্যে তাহাদিগের স্থান নাই! షి సి(&