পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभश्व ब्रकनाबजाँ t স্থানে পার হইলেন ও আগ্রা হইতে ৭ । ৮ ক্রোশ দরে যমুনাতীরে শ্যামনগর নামক গ্রামে শিবির সন্নিবেশিত করিলেন। শত্র চাবল পার হইয়াছে ও আগ্রার নিকট যমুনাতীরে শিবির সংস্থাপন করিয়াছে শনিয়া দারা একেবারে বিস্ময়াপন্ন হইলেন। তিনি তৎক্ষণাৎ আপন সৈন্য লইয়া সেই গ্রামের নিকট যমুনাতীরে আপন শিবির সন্নিবেশিত করিলেন। শ্যামনগরের যুদ্ধের ফল ভারতবষের সিংহাসন। উভয় পক্ষই এই যুদ্ধে লিপ্ত হইতে সঙ্কুচিত হইলেন; চারি দিবসকাল উভয় সৈন্য উভয়ের সম্মুখীন হইয়া রহিল, পঞ্চম দিবসে যুদ্ধ আরম্ভ হইল। সে যুদ্ধের বর্ণনায় আমাদিগের আবশ্যক নাই। দারার বামপাশ্বে রাজপত রাজা রামসিংহ ও চত্বরপাল বীরোচিত বিক্রম প্রকাশ করিয়া নিহত হইলেন, দারার দক্ষিণ দিকে কালীউল্লা নামক মুসলমান সেনাপতি বিদ্রোহী আরংজীবের অথভুক, তিনি যুদ্ধে লিপ্ত হইলেন না। অবশেষে আরংজীবের জয় হইল। যুদ্ধক্ষেত্রে কৌশলপট আরংজীব কালীউল্লার সম্মান করিলেন, ও মোরাদকে ভারতবর্ষের সম্রাট বলিয়া তাঁহার মনস্তুটি সাধন করিলেন। অচিরাং আরংজীব ছলে, বলে, কৌশলে আগ্রা হস্তগত করিয়া পিতাকে বন্দী করিলেন। শাজিহানের দুই কন্যার মধ্যে কনিষ্ঠা রৌশনআরা সকল বিষয়ে আরংজীবকে সমাচার প্রদান করিয়া তাঁহার অনেক সহায়তা করিতেন। আরংজীবের জয় হওয়ায় রোশনআরার প্রভুত্ব ও ক্ষমতার ইয়ত্তা রহিল না। শাজিহানের জ্যেষ্ঠা কন্যা জেহানআরা রপে, গণে, কৌশলে কনিষ্ঠা অপেক্ষা অনেক শ্রেষ্ঠা—সে লাবণ্যময়ী সম্রাটপত্রেীকে পাঠক একদিন বেগম মহলে দেখিয়াছেন! আরংজীবের জয়ে জেহানআরা হতমানা হইলেন, অতঃপর পিতার সেবায় জীবন যাপন করিতে লাগিলেন । আগ্রা হস্তগত করিয়া আরংজীব দিল্লী যাত্রা করিলেন। পথে মথরোতে মোরাদকে নিমন্ত্রণ করিলেন, মোরাদ মদিরাপানে এবং সন্দেরী গায়কী ও নৰ্ত্তকীগণের সৌন্দয্যে মত্ত হইয়া পড়িলেন। মোরাদকে মধ্যে করিয়া সেই জগদ্বিমোহিনীগণ চারিদিক বেল্টন করিয়া বসিল, মোরাদ একেবারে প্রমত্ত হইয়া একজন সন্দেরীর আলিঙ্গনে অচেতন হইয়া পড়িলেন। আরংজীবের তাহাই উদ্দেশ্য, মোরাদ সেই রজনীতেই কারারুদ্ধ হইলেন । তাহার পর ? তাহার পর আরংজীব রাজচ্ছত্র আপন মস্তকের উপর ধারণ করলেন। দারা সিন্ধনদীর দিকে পলায়ন করিলেন। বঙ্গদেশ হইতে সুলতান সজা পুনরায় সৈন্য লইয়া যুদ্ধবেশে বহিগতি হইলেন। রাজস্থানে যশোবন্তসিংহ পরাজয়ের অপমান এখনও বিস্মত হয়েন নাই। তিনিও সসৈন্যে বহিগত হইলেন। সপ্তবিংশ পরিচ্ছেদ ঃ দপণে প্রতিমাত্তি’ "Tis something yet if, as she passed, Her shade is o'er the lattice cast. ஆ "What is my life, my hope”—he said— “Alas a transitory shade”? —Scott. কয়েকদিন ভ্রমণান্তর যশোবন্তসিংহের সেনা আগ্রা নগরে উপনীত হইল। আরংজীবের পরাক্রম অসীম, তাঁহার সহিত সম্মুখযুদ্ধ করা যশোবন্তসিংহের সাধ্য নহে, তিনি সুযোগের অপেক্ষা করিতে লাগিলেন। আরংজীবের মিত্রবেশে পরমশত্র আগ্রা নগরে প্রবেশ করিল। যমুনার অনস্ত সৌন্দৰ্য্য ও আগ্রা নগরের অপবে শোভা দেখিয়া কে না বিমোহিত হইয়াছে ? শ্বেতপ্রস্তর-বিনিমিত অপব্ব চার শিল্পখচিত, জগতে অতুল্য তাজমহল সন্ধ্যার নীল গগনে একটী প্রতিকৃতির ন্যায় বোধ হয়; তাহার চতুদিকে সন্দের পথ, সন্দর কুঞ্জবন, সন্দের ফোয়ারা, পাশ্বে শ্যামা যমনা! আগ্রার প্রকাণ্ড দগ"; তন্মধ্যে মামার-প্রস্তর-বিনিমিত সন্দের মতি । মসজীদ, দেওয়ান খাস, দেওয়ান আম, রংমহল, শীশমহল ! আগ্রাঙ্গ সৌন্দয্য কত বর্ণনা করিব ? পাঠিকাগণ! যদি এই অপব্ব নগরী না দেখিয়া থাকেন, আদ্যই যাইবার উদ্যোগ పిరిఫి