পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* भाथबौकथ्कथ হইয়ছে, কিন্তু নরেন্দ্রের সহিত আবার সাক্ষাৎ হইলে কি হয় জনি না। ভগবান অনাথার নাথ, অসহায়ের সহায় হইবেন। ত্রিংশ পরিচ্ছেদ ঃ তীর্থযাত্রা UPON her face was the tint of grief, The settled shadow of an inward strife, And an unquiet drooping of the eye, As if its lids were charged with inshed tears. —Byron. শৈবলিনী পনরায় ঘরের ভিতরে আসিল, ও ভ্রাতাকে আসন দিয়া ভোজনে বসাইয়া আপনি পাশ্বে বসিয়া ব্যজন করিতে লাগিল। হেমলতা সে ঘর হইতে বাহির হইয়া দ্বারের পাশ্বে" দড়িাইয়া সবামীর ভোজন দেখিতে লাগিল । ভ্রাতা ভগিনীতে অনেকক্ষণ কথোপকথন হইতে লাগিল। অবশেষে শ্রীশচন্দ্রের খাওয়া সাঙ্গ হইল। রাত্রি অধিক হওয়ায় তিনি শয়নের উদ্যোগ করিলেন, শৈবলিনী অন্য গহে গেল। তখন হেমলতা ধীরে ধীরে স্বামীর পাশ্বে আসিল, ও বিনীত ভাবে তাম্বল দিল। অদ্য শ্ৰীশের অন্তঃকরণ কিছ আহমাদিত ছিল, তিনি রহস্য,করিয়া বলিলেন,—আমি পান খাইব না। হেম। কেন ? শ্রীশ । তোমার মুখে কথা নাই কেন ? হেম। কি কথা কহিব বল, কহিতেছি। আগে পানটী খাও। শ্ৰীশ। চিরকালই কি এই শাক মুখখানি দেখিব ? কবে তুমি শরীরে একটা সারিবে, কবে তোমার মুখখানি প্রফুল্ল দেখিব ? হেম । আমার শরীর ত এখন ভাল আছে। শ্রীশ । হাঁ, ঈশ্বরেচ্ছায় শরীর অলপ সারিয়াছে, কিন্তু মনে উল্লাস কৈ ? হেম। উল্লাস আবার কি ? শ্ৰীশ। মনের সফত্তি কৈ ? কবে তোমাকে সখী দেখিব ? হেম । কৈ আমার মনে কোন কট নাই। তবে দিদির কাছে একটী দুঃখের গল্প শনিতেছিলাম তাই এক বিন্দ চক্ষর জল ফেলিয়াছিলাম। শ্ৰীশ এ কথায়ও তুষ্ট হইলেন না। জিজ্ঞাসা করিলেন-তোমার মুখখানি সহাস্য দেখিব কবে ? হেম আর উত্তর করিতে পারিল না। ভূমির দিকেই চাহিয়া রহিল। হঠাৎ একটী কথা মনে পড়িল, এবার হেম অলপ হাসিয়া বলিল,—যবে তুমি আপন প্রতিজ্ঞা পালন করিবে ? শ্ৰীশ। কি প্রতিজ্ঞা ? হেম । তীর্থযাত্রা। শ্রীশচন্দ্র এবার কিঞ্চিৎ লজিত হইলেন। হেমলতা ও শৈবলিনীর উপরোধে অনেকবার তীর্থযাত্রা করিবেন অঙ্গীকার করিয়াছিলেন, কিন্তু এ পয্যন্ত কোন উদ্যোগ করেন নাই। আদ্য হেমলতার কথায় কিঞ্চিৎ নিস্তন্ধ থাকিয়া পরে বলিলেন,--যদি যথার্থই তীর্থযাত্রা করিলে তোমার শরীর ও মন ভাল থাকে, তাহা হইলে আমি অবশ্যই যাইব । কল্য হইতে আমি যাত্রার আয়োজন করিব। -- হেম পরিতৃপ্ত হইল। এ হেমকে একট প্রফুল্ল দেখিয়া শ্রীশ আনন্দিত হইলেন, সে ক্ষীণ দেহলতা হৃদয়ে ধারণ করিয়া সস্নেহে হেমকে চুম্ববন করিলেন। SBS