পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র জীবন-প্রভাত প্রথম পরিচ্ছেদ ঃ জীবন-উষা দেও করতালি, জয় জয় বলি, পরিয়া অঞ্জলি কুসম লহ। ঐ যে প্রাচীতে, হাসিতে হাসিতে উদয় অরণে উষার সহ ॥ —হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খটের দ্বাদশ শতাব্দীর শেষে মহম্মদ ঘোরী আযাবত্ত প্রদেশ জয় করেন। সেই বিপলে ও সমদ্ধিশালী রাজ্য অধিকার করিয়া মসলমানেরা এক শতাব্দী ক্ষান্ত থাকিল, বিন্ধ্যাচল ও নক্ষমাদারপে বিশাল প্রাচীর ও পরিখা পার হইয়া দাক্ষিণাত্য জয় করিবার কোন উদ্যম করে নাই । ১অবশেষে ত্রয়োদশ শতাব্দীর শেষে দিল্লীর যুবরাজ আলাউদ্দীন খিলজী অস্ট সহস্ৰ অশ্বারোহী সেনার সহিত নক্ষমাদানদী পার হইলেন, এবং সহসা হিন্দরাজধানী দেবগড়ের সম্মুখে উপস্থিত হইলেন। দেবগড়ের রাজপত্র বহুসংখ্যক সৈন্য লইয়া আলাউদ্দীনকে আক্রমণ করিলেন, কিন্তু তুমুল সংগ্রামে হিন্দসেনা পরাস্ত হইল, এবং হিন্দরোজা বহল অর্থ ও ইলিশপর প্রদেশ প্রদান কাফর তিনবার দাক্ষিণাত্য আক্রমণ করিয়া নক্ষমাদাতার হইতে কুমারিকা অন্তরীপ পর্য্যন্ত বিপৰ্য্যন্ত ও ব্যতিব্যস্ত করেন। দেবগড় প্রভৃতি দাক্ষিণাত্যের হিন্দুরাজ্য দিল্লীর মসলমান সম্রাটের অধীনতা স্বীকার করিল। আনিবার প্রয়াস করেন, এবং দেবগড়ের নাম পরিবত্তন করিয়া দৌলতাবাদ রাখিলেন। কিন্তু দক্ষিণের হিন্দ ও মুসলমান সকলে বিরক্ত হইয়া সম্রাটের বিরাদ্ধাচরণ করিতে লাগিল। হিন্দগণ বিজয়নগরে নতন রাজধানী স্থাপন করিয়া একটী বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করিল, এবং মুসলমানগণ দৌলতাবাদে একটী স্বতন্ত্র মুসলমান রাজ্য স্থাপন করিল। কালক্রমে বিজয়নগর ও দৌলতাবাদ দাক্ষিণাত্যের মধ্যে দুইটী প্রধান রাজ্য হইয়া উঠিল। প্রায় তিনশত বৎসর পয্যন্ত দিল্লীর সম্রাটগণ দাক্ষিণাত্য হস্তগত করিবার আর কোনও চেষটা করেন নাই। কিন্তু দিল্লীর উপদ্রব হইতে নিস্তার পাইলেও দক্ষিণে হিন্দসাম্রাজ্য বিপদশান্য ছিল না। হিন্দগণ গহের মধ্যে দৌলতাবাদস্বরুপ মসলমান রাজ্যকে স্থান দিয়াছিল। সে সময়ে হিন্দদিগের জাতীয় জীবন ক্ষীণ ও অবনতিশীল, বিজয়ী মসলমানদিগের জাতীয় জীবন উন্নতিশীল ও প্রবল, সতরাং একে অন্যের ধবংসসাধন করিল। কালক্রমে দৌলতাবাদ রাজ্য বদ্ধিতায়তন হইয়া খণ্ডে খণ্ডে বিভক্ত হইল ও একটীর স্থানে বিজয়পুর, গলখন্দ ও আহমদনগর নামক তিনটী মসলমান রাজ্য হইয়া উঠিল। তখন মুসলমান রাজগণ একত্র হইয়া ১৫৬৪ খঃ অব্দে তেলিকোটার যুদ্ধে বিজয়নগরের সৈন্যদিগকে পরাস্ত করিয়া সেই হিন্দরোজ্যের লোপ সাধন করিলেন। এইরুপে দাক্ষিণাত্যে, হিন্দ-স্বাধীনতা বিলুপ্ত হইল; বিজয়পুর, গলখন্দ ও আহম্মদনগর নামক তিনটী মসলমান-রাজ্য প্রবল পরাক্রান্ত হইয়া উঠিল: কর্ণাট ও দ্রাবিড়ের হিন্দরোজগণও ক্রমে বিজয়পুর ও গলখন্দের অধীনতা স্বীকার করিলেন। ১৫৯০ খঃ অব্দে সম্রাট আকবর পুনরায় সমগ্র দাক্ষিণাত্য দিল্লীর অধীনে আনিবার চেষ্টা করেন। তাঁহার মৃত্যুর পর্বেই সমস্ত খন্দেশ ও আহম্মদনগর রাজ্যের অধিকাংশ দিল্লী-সৈন্যের হস্তগত হয়। তাঁহার পৌত্র শাহজিহান ১৬৩৬ খঃ অব্দের মধ্যে সমগ্র আহম্মদনগর রাজ্য অধিকার করেন, সতরাং এই আখ্যায়িকা বিবতকালে দক্ষিণাত্যে কেবল বিজয়পুর ও গলখন্দ এই দুইটী পরাক্রান্ত স্বাধীন মসলমান রাজ্য ছিল। এই সমস্ত রাজবিপ্লখের মধ্যে দেশীয় লোকদিগের অথাৎ মহারাষ্ট্ৰীয়দিগের অবস্থা কিরাপ ছিল তাহা আমাদিগের জানা আবশ্যক। মসলমানরাজ্যের অধীনে অর্থাৎ আহম্মদনগর, పి(పి.