পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলিলি, রঘুনাথ বিদ্রোহী ? রঘুনাথ মুসলমানদিগের সহিত যোগ দিয়াছিলেন ? কিন্তু তুই নিবোধ, তোকে কি বলিব, সন্মখ হইতে দরে হ! ক্রমে যুদ্ধ হইতে একে একে অনেক সৈন্য আসিতে লাগিল, সকলে বলিতে লাগিল, “রঘুনাথ বিদ্রোহী!” সরযর সখীগণ সরষকে এই কথা বলিলেন; বদ্ধ জনাদানও সাশ্রলোচনে বলিতে লাগিলেন,-কে জানে সেই সন্দের উদারমত্তি বালকের মনে এরুপ কুরতা ছিল ? সরয়া সমস্ত শুনিলেন, কোন উত্তর করিলেন না। জগৎশদ্ধে লোকে রঘুনাথকে বিদ্রোহী বলিতেছে, সরযর হৃদয় কহিল, জগৎ মিথ্যাবাদী, রঘুনাথের চরিত্রে দোষ সদশে না। এইরুপে কয়েক দিন অতিবাহিত হইলে পর একদিন সন্ধ্যার সময় সরষ সরোবর-তীরে যাইলেন। দেখিলেন সরোবরের কলে সেই নৈশ অন্ধকারে জটাজুটধারী দীঘকায় একজন গোস্বামী বসিয়া রহিয়াছেন। সরয ঈষৎ বিস্মিত হইয়া দাঁড়াইলেন, যতই গোস্বামীর দিকে সুতু দে তাই তা লেল অল লীগ সহ জল আল আকা লাগিল । গোস্বামী সরযর দিকে চাহিলেন, ক্ষণেক স্থিরভাবে দেখিয়া গম্ভীরস্বরে বলিলেন,—ভদে ! এ গোস্বামীর নিকট কি তোমার কোন প্রয়োজন আছে ? কোনও বিশেষ অভৗলেট আমার নিকট আসিয়াছ ? রমণি, তোমার ললাটে দুঃখচিহ্ন দেখিতেছি কেন ? চক্ষতে জল কেন ? সরয উত্তর করিতে পারিলেন না। গোস্বামী পুনরায় বলিলেন,—বোধ হয় আমি তোমার উদ্দেশ্য অবগত আছি, বোধ হয় কোন বন্ধর বিষয় জিজ্ঞাসা করিতে আসিয়াছ। সরয তখন কম্পিত্যবরে বলিলেন,—ভগবান ! আপনার শক্তি অসাধারণ, যদি অনুগ্রহ করিয়া আরও কিছল বলেন, তবে বাধিত হই। সেই বন্ধ বিপন্ন হইয়াছেন, তাঁহার কুশলবাত্তা জিজ্ঞাসা করিতে আসিয়াছি। গোস্বামী। জগতে সকলে তাঁহাকে বিদ্রোহী বলিয়া জানে সরয। প্রভুর অজ্ঞাত কিছুই নাই। - I গোস্বামী। মহারাজ শিবজী তাঁহাকে বিদ্রোহী জানিয়াই দরে করিয়া দিয়াছেন। সরযর মুখ রক্তবর্ণ হইল, আরক্ত-নয়নে কহিলেন-তপস্যা প্রবঞ্চনা বিশ্বাস করিব, কিন্তু রঘুনাথ বিদ্রোহী বিশ্বাস করিব না ! গোস্বামিন, আমি বিদায় হই। গোস্বামীর নয়ন জলপািণ হইল, তিনি ধীরে ধীরে বলিলেন,-আমার আর কিছর বক্তব্য আছে। সরয । নিবেদন করন। গোস্বামী। মনুষ্যহৃদয় অবগত হওয়া মনুষ্যগণনার অসাধ্য, রঘুনাথের হৃদয়ে কি ছিল জানিবার একমাত্র উপায় আছে। প্রণয়িনীর হৃদয় প্রণয়ীর হৃদয়ের দপণস্বরুপ; যদি রঘুনাথের যথার্থ প্রণয়িনী কেহ থাকে, তাঁহার নিকট গমন কর, তাঁহার হৃদয়ের ভাব কি জিজ্ঞাসা কর, তাঁহার হৃদয়ের চিন্তা মিথ্যাবাদিনী নহে। সরয আকাশের দিকে চাহিয়া বলিলেন,—জগদীশ্বর, তোমাকে ধন্যবাদ করি, তুমি আমার হৃদয়ে এতক্ষণে শান্তি দান করিলে। সেই উন্নতচরিত্র যোদ্ধার প্রণয়িনী হইবার যে আশা করে, জীবন থাকিতে রঘুনাথের সত্যতায় তাহার স্থির বিশ্বাস বিচলিত হইবে না। ক্ষণেক পর গোস্বামী আবার বলিলেন,—ভদ্রে ! তোমার কথা শুনিয়া বোধ হইতেছে যে, তুমিই সেই যোদ্ধার প্রকৃত প্রণয়িনী। আমি দেশে দেশে পৰ্য্যটন করি, সম্ভবতঃ রঘুনাথের সহিত পনেরায় সাক্ষাৎ হইতে পারে, তাঁহাকে কিছু বক্তব্য আছে ? আমার নিকট লজার কারণ নাই, আমি সংসারের বহির্ভূত। সরষদ ঈষৎ লজিত হইলেন, ধীরে ধীরে বলিলেন,—প্রভুর সহিত তাঁহার সম্প্রতি সাক্ষাৎ হইয়াছিল ? গোস্বামী । কল্য রজনীতে ঈশানী-মন্দিরে সাক্ষাৎ হইয়াছিল। তিনিই আমাকে তোমার নিকট পাঠাইয়াছেন। সরষ। তিনি আপাততঃ কি করিবার প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা কি বলিয়াছেন ? গোস্বামী। নিজ বাহবিলে, নিজ কাৰ্য্যগণে, অন্যায় অপযশ তিরোহিত করবেন অথবা সেই চেস্টায় প্রাণ দান করবেন। m OC