পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুমুল প্রতাপ, তীক্ষ্য রণ-কৌশল, অসংখ্য রাজপতসেনা, তাহার সহিত যুদ্ধ করে এরপে সৈন্য আমাদের কোথায়? & * * সীতাপতি। রাজপতগণ বীরাগ্রগণ্য, কিন্তু মহারাষ্ট্ৰীয়গণ দৰবল হন্তে অসি ধারণ করেন না। জয়সিংহ রণপণ্ডিত, কিন্তু শিবজীও ক্ষত্ৰিয়বংশে জন্মগ্রহণ করিয়াছেন। পরাজয় আশঙ্কা করিলেই পরাজয় হয়। পরষসিংহ বিপদ তুচ্ছ করিয়া, দৈবকে সংহার করিয়া, কাৰ্য্য সাধন করন, ভারতবষে এরপ হিন্দ নাই যে আপনার যশোগান না করিবে, আকাশে এমন দেবতা নাই যিনি আপনার সহায়তা না l * শিবজী। মানিলাম, কিন্তু হিন্দতে হিন্দতে যুদ্ধ করিয়া রধির-স্লোতে দেশ প্লাবিত করিবে, সে কি মঙ্গল, সে কি পণ্যকম ? সীতাপতি। সে পাপে কে পাতকী ? যিনি সবজাতির জন্য, সবধর্মের জন্য যুদ্ধ করেন, তিনি, না ষিনি মসলমানদিগের অথভুক হইয়া স্বজাতির বৈরাচরণ করেন, তিনি ? শিবজী পুনরায় নীরব হইয়া রহিলেন, প্রায় একদণ্ড কাল নীরবে চিন্তা করিতে লাগিলেন, তাঁহার বিশাল হৃদয় কত ভীষণ চিন্তা-লহরীতে আলোড়িত হইতেছিল, কে বলিবে ? একদণ্ড কাল পর ধীরে ধীরে মস্তক উঠাইয়া গম্ভীরস্বরে বলিলেন,-“সীতাপতি ! অদ্য জানিলাম মহারাষ্ট্ৰদেশ এখনও বীরশন্য হয় নাই, এখনও পরাধীন হইবে না। পনেরায় যুদ্ধ হইবে, সে যুদ্ধের দিনে আপনা অপেক্ষা বিচক্ষণ মন্ত্রী বা সাহসী সহযোগী আমি আকাঙ্ক্ষা করি না। কিন্তু সে যুদ্ধের দিন এখনও আইসে নাই। আমি পরাজয় আশঙ্কা করিতেছি না, স্বধর্মিনাশ আশঙ্কা করিতেছি না, অন্য একটী কারণে আপাততঃ যুদ্ধে বিমুখ হইতেছি, শ্রবণ করন। যে মহৎ ব্ৰত ধারণ করিয়াছি তাহা সাধনাথ অনেক ষড়যন্ত্র, অনেক গুপ্ত উপায় অবলম্ববন করিয়াছি লৈছিগণ সন্ধিবাক্য রাখে নাই, আমিও তাঁহাদিগের সহিত সন্ধি রাখি নাই। অদ্য হিন্দুধর্মের অবলম্বন স্বরপ, হিন্দ প্রতাপের প্রতিমাত্তিস্বরপে সত্যনিষ্ঠ জয়সিংহের সহিত সন্ধি করিয়াছি, শিবজী সে সন্ধি লঙ্ঘন করিতে অপারগ। মহানুভব রাজপতের সহিত যে সন্ধি করিয়াছি, শিবজী জীবন থাকিতে তাহা লঙ্ঘন করিবে না। ধৰ্ম্মমাত্মা একদিন আমাকে বলিয়াছিলেঙ্গ, “সত্যপালনে যদি সনাতন হিন্দুধমের রক্ষা না হয়. সত্য লঙ্ঘনে হইবে।” সে কথা অদ্যাপি আমি বিস্মত হই নাই, সে কথা অদ্য বিস্মরণ হইবে না। সীতাপতি ! চতুর আরংজীব যদি আমাদের সন্ধির কথা লঙ্ঘন করেন, তখন আপনার পরামর্শ গ্রহণ করিব, তখন শিবজী দৰবল হস্তে খড়া ধরিবে না। কিন্তু সত্যপরায়ণ জয়সিংহের সহিত এই সন্ধি লঙ্ঘন করিতে শিবজী অপারগ।” সভাসদ সকলে নীরব হইয়া রহিলেন। ক্ষণেক পর অন্নজনী বলিলেন,—মহারাজ ! আর একটী কথা আছে-আপনি কি দিল্লী যাওয়া স্থির করিয়াছেন ? শিবজী। সে বিষয়েও আমি জয়সিংহকে বাক্য দান করিয়াছি। অন্নজী। মহারাজ ! আরংজীবের চতুরতা জানেন, তাঁহার কথা বিশ্বাস করিবেন ? তিনি আপনাকে কি মনোরথে আহবান করিয়াছেন তাহা কি আপনি অনুভব করিতে পারেন না ? শিবজী। অন্নজনী ! জয়সিংহ স্বয়ং বাক্যদান করিয়াছেন ষে দিল্লীগমনে আমার কোনরপে অনিন্ট ঘটিবে না। অন্নজী। কপটাচারী আরংজীব যদি আপনাকে বন্দী করেন বা হত্যা করেন, তখন জয়সিংহ কিরাপে আপনাকে রক্ষা করিবেন ? শিবজী। সন্ধি লঙ্ঘনের ফল আরংজীব অবশ্যই ভোগ করবেন। দত্তজী! মহারাষ্ট্ৰ-ভূমি বীরপ্রসবিনী, আরংজীব এরপে আচরণ করিলে মহারাষ্ট্রদেশে যে যুদ্ধানল প্রজবলিত হইবে সাগরের জলে তাহা নিবারিত হইবে না, আরংজীব ও সমস্ত দিল্লীর সাম্রাজ্য তাহাতে দন্ধ হইয়া যাইবে ! পাপের ফল নিশ্চয়ই ফলিবে। শিবজীকে স্থিরপ্রতিজ্ঞ দেখিয়া আর কেহ নিষেধ করিলেন না। ক্ষণেক পর শিবজী BBBBSBBBB BBBBBS BBD BBBBBBS BBB DDS BBDDBB BB প্রকৃত বন্ধ আমার অতি বিরল, আপনাদিগের ন্যায় কাৰ্য্যক্ষম বিচক্ষণ পণ্ডিত মহারাষ্ট্রদেশে বিরল। আমার অবত্তমানে মহারাষ্ট্ৰদেশ আপনারা তিনজনে শাসন কারবেন, আপনাদিগের । আদেশ আমার আদেশের ন্যায় সকলে পালন করিবে, এরপে আজ্ঞা দিয়া যাইব । o ఫిఫిO