পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रहाब्राणी জীৱন-প্রভাত মরেশ্বর, সবশদেব ও অন্নজী শাসনভার গ্রহণ করিলেন। মালী তখন বঙ্গিলেন,— ক্ষত্ত্বিয়রাজ ! আমার একটী আবেদন আছে। বাল্যকাল হইতে আপনার সঙ্গ ত্যাগ করি নাই, অনুমতি করন, আপনার সহিত দিল্লী যাত্রা করি। সজল নয়নে শিবজী বলিলেন,—মালী! তোমার নিকট আমার আদেয় কিছুই নাই, তোমার ইচ্ছা পণ হইবে । -- সীতাপতি ক্ষণেক পরবলিলেন-রাজন ! তবে আমাকে বিদায় দিন, আমাকে ব্রতসাধনাখ' বহয় তাঁথে যাইতে হইবে। জগদীশ্বর আপনাকে নিরাপদে রাখনে। শিবজী । নবীন গোস্বামিন ! কুশলে তীর্থযাত্রা করন। যুদ্ধের সময় আপনাকে পুনরায় সমরণ করিব, আপনা অপেক্ষা প্রকৃত বন্ধ আমি দেখিতে আকাঙ্ক্ষা করি না। আপনার মত অলপ বয়সেই এরপে তেজঃ, সাহস ও বীরত্ব আমি আর কাহারও দেখি নাই। পরে একটী দীঘনিশ্বাস ত্যাগ করিয়া অসফটম্বরে বলিলেন,—কেবল আর একজনকে দেখিয়াছিলাম ! छाबिदश्च न्ॉब्रिद्वष्झम = काँम बर्गबब्र कार्यौऊ চলেছে চাহিয়া দেখ, যোদ্ধা, যোদ্ধা এক এক কাল পরাজয় করি দেবমুত্তি ধরিয়া। 事 率 事 জমিবে পরষগণ বীর যোদ্ধা অগণন, রাখিবে ভারত নাম ক্ষিতিপঠে অকিয়া। —হেমচন্দু বন্দ্যোপাধ্যায়। ১৬৬৬ খ্রীঃ অব্দের বসন্তকালে পঞ্চশত অশ্বারোহী ও এক সহস্র পদাতিক লইয়া শিবজী দিল্লীর নিকট উপস্থিত হইলেন । নগরের প্রায় ছয় ক্রোশ দক্ষিণে শিবির সংস্থাপিত করিয়াছেন, সেনাগণ বিশ্রাম করিতেছে, শিবজী চিন্তিত মনে এদিক ওদিক পরিভ্রমণ করিতেছেন। দিল্লী আসিয়া কি ভাল করিয়াছেন ? মুসলমানের অধীনতা স্বীকার করা কি বীরোচিত কাষৰ্ণ হইয়াছে ? এখনও কি প্রত্যাবত্তানের উপায় নাই ? এইরুপ সহস্র চিস্তা শিবজীর মহৎ হৃদয় আলোড়িত করিতেছে। যোদ্ধার মুখমণ্ডল ও ললাট চিন্তারেখায় অঙ্কিত, বিপদকালে ও যুদ্ধকালে কেহ শিবজীর মুখমন্ডল এরুপ চিন্তাকিত দেখে নাই। শিবজীর সঙ্গে সঙ্গে কেবল তাঁহার তেজস্বী উগ্রস্বভাব নয় বৎসরের বালক শম্ভুজী ভ্রমণ করিতেছেন, এক একবার পিতার গম্ভীর মুখমণ্ডলের দিকে দণ্টিপাত করিতেছেন, পিতার হৃদয়ের ভাব কতক কতক বুঝিতে পারিতেছিলেন । রঘুনাথ পন্থ ন্যায়শাস্ত্রী নামক শিবজীর পরাতন মন্ত্রী কিছু পশ্চাতে পশ্চাতে আসিতেছিলেন। অনেকক্ষণ পর শিবজী মন্ত্রীকে জিজ্ঞাসা করিলেন,—ন্যায়শাস্ত্রী, আপনি কখনও দিল্লীতে আসিয়াছিলেন ? ন্যায়শাস্ত্রী। বাল্যকালে দিল্লীনগর দেখিয়াছিলাম। শিবজী। দরে ঐ বহুবিস্তীর্ণ প্রাচীরের ন্যায় কি দেখা যাইতেছে বলিতে পারেন? আপনি অনন্যমনা হইয়া ঐদিকে চাহিয়া রহিয়াছেন কি জন্য ? নায়শাস্ত্রী। মহারাজ ! দিল্লীর শেষ হিন্দী-রাজা পাথরোয়ের দাগ প্রাচীর দেখা যাইতেছে। শিবজী বিস্মিত হইয়া বলিলেন,–এই সে পাথরোয়ের দগে ! এই স্থানে তাঁহার রাজধানী ছিল ! এই স্থানে দিল্লীর শেষ হিন্দন-রাজা রাজ্যশাসন করিতেন ? ন্যায়শাস্ত্রী, স্বপ্নের ন্যায় সেদিন গত হইয়াছে! দিবসের আলোক গত হয়, পুনরায় দিবস আইসে, শীতকালে বিলুপ্ত পত্র-কুসম বসন্তে আবার দেখা যায়। আমাদের গৌরবদিন কি আর দেখা দিবে না ? ভগবানের প্রসাদে সকলই হইতে পারে। ভগবান করন, আপনার বাহুবলে যেন আমরা পনরায় গৌরবলাভ করিতে পারি। ఫిసిసి