পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्धश् ब्रध्नावल"ौ কবরের উপর এক একটী গম্বজে ও অট্টালিকা নিমিত হইয়াছে। আফগানদিগের গৌরব-স্যা যখন অন্তমিত হয়, তখন এই স্থানে দিল্লী ছিল, পরে আরও উত্তরে সরিয়া গিয়াছে। : ' তাহার পর হুমায়নের প্রকাণ্ড সমাধি-মন্দির। তাহার পরে “চৌষট খাবা”, অথাৎ শ্বেতBBBSDDBB BBBBBBB BBB BBBB BBBS BB BBBB BBB গোরস্থান। পাথরোয়ের দাগ হইতে আধুনিক দিল্লী পৰ্যন্ত আসিতে আসিতে শিরজীর বোধ হইল যেন সেই পথেই ভারতবষের ইতিহাস অঙ্কিত রহিয়াছে ৷ এক একটী প্রাসাদ ও আটালিকা সেই ইতিহাসের এক একটী পত্র, এক একটী গোরস্থান এক একটী অক্ষর, করাল কাল সেই ইতিহাস-লেখক, নচেৎ এরাপ অক্ষরে ইতিহাস কেন লিখিত হইবে ? শিবজী আরও আসিতে লাগিলেন। দিল্লীর প্রাচীরের নিকট আসিলে রামসিংহ সগবে' একটী মন্দির দেখাইয়া বলিলেন,—রাজন ! এই যে মন্দির দেখিতেছেন, পিতা জ্যোতিষগণনাথ ঐ মানমন্দির নিম্নমাণ করিয়াছেন। বহরদেশের পণ্ডিতেরা ঐ মন্দিরে আসিয়া রজনীতে নক্ষত্র গণনা করেন । শিবজী। আপনার পিতা যেরপে বীর সেইরপে বিজ্ঞ, জগতে এইরুপ সব গুণসম্পন্ন লোক অতি বিরল। শনিয়াছি পণ্যে কাশীধামেও তিনি ঐরাপ মানমন্দির প্রতিষ্ঠিত করিয়াছেন। দিল্লীর প্রাচীরের ভিতর প্রবেশ করিবার সময় শিবজীর ঈষৎ হংকল্প হইল, তিনি অশ্ব থামাইলেন। একবার পশচাদিকে চাহিলেন, একবার মনে চিস্তার উদয় হইল ষে এখনও স্বাধীন আছি, পরক্ষণেই বন্দী হইতে পারি। তৎক্ষণাং ধৰ্ম্মপরায়ণ জয়সিংহের নিকট যে বাক্যদান করিয়াছিলেন তাহা স্মরণ হইল, জয়সিংহের পত্রের উদার মুখমণ্ডল দেখিলেন, নিজ কোষে “ভবানী” নামক অসির দিকে দশন করিয়া দিল্লীদ্বার প্রবেশ করিলেন । স্বাধীন মহারাষ্ট্ৰীয় যোদ্ধা সেই মহেনত্তে বন্দী হইলেন। झङ्कीचबश्श्र अब्रिट्क्लन : झिल्लौनशब्रौ দ্বারে দ্বারে ঝোলে মালা গাঁথা ফলফলে; গহাগ্রে উড়িছে ধনজ; বাতায়নে বাতী; জনস্রোতঃ রাজপথে বহিছে কুল্লালে । —মধ্যসদন দত্ত। দিল্লী অদ্য মনোহর শোভা ধারণ করিয়াছে। আরংজীব স্বয়ং জাঁকজমকপ্রিয় ছিলেন না, কিন্তু রাজকাৰ্য্য সাধনাথ সময়ে সময়ে জাঁকজমক আবশ্যক তাহা বিশেষরাপে জানিতেন। অদ্য শিবজী দরিদ্র মহারাষ্ট্ৰদেশ হইতে বিপুল অথশালী মোগল রাজধানীক্ষে আসিয়াছেন, মোগলদিগের ক্ষমতা, সম্পত্তি ও অর্থের প্রাচুর্য্য দেখিলে শিবজী আপন হীনতা বুঝিতে পারবেন, মোগলদিগের সহিত যুদ্ধের অসম্ভাবিতা বুঝিতে পরিবেন, এই উদ্দেশ্যে আরংজীব অদ্য প্রচুর জাঁকজমকের আদেশ দিয়াছিলেন। সম্রাটের আদেশে দিল্লী নগরী উৎসবের দিনে কুলললনার ন্যায় অপব্ববেশ ধারণ করিয়াছে ! শিবজী ও রামসিংহ একত্রে রাজপথ অতিবাহন করিতে লাগিলেন। পথ দিয়া অসংখ্য অশ্বারোহী ও পদাতিক গমনাগমন করিতেছে, নগর লোকারণা হইয়াছে, বণিকগণ বাজারে দোকানে বহমাল্য পণ্যদ্রব্য রাশি করিয়া রাখিয়াছে, উৎকৃষ্ট বস্ত্র, বহমোল্য বর্ণ-রৌপ্যের অলঙ্কার, অপুবে খাদ্যসামগ্রী ও অপর্যাপ্ত গহীনুকরণ দ্রব্য দেখিতে দেখিতে শিবজী রাজপথ অতিবাহন করিতে লাগিলেন। কোথাও গহের উপর নিশাৰু উড়িতেছে, কোথাও সপরিচ্ছদ গৃহস্থেরা বারান্দায় বসিয়া রহিয়াছে, কোথাও বা গবাক্ষ দিয়া কুলকামিনীগণ প্রসিদ্ধ মহারাষ্ট্র

  • >8