পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

धझाब्राप्प्ले छेक्न-अझाङ সমস্ত অবগত আছেন, আর আমাকে লঙ্গা দিবেন না। যদি রায়গড়ে আপনার পরামশ শনিতাম, তাৰা হইলে কঙ্কণদেশের পর্বত ও উপত্যকার মধ্যে অদ্যাপি স্বাধীন থাকিতে পারিতাম, খল সম্রাটের কথায় বিশ্বাস করিয়া দিল্লী নগরে বন্দী হইতাম না। ’ o সীতাপতি। প্রভু, আত্মতিরস্কার কারবেন না, মনুষ্যমাত্রই ভ্রাস্তির অধীন, এজগৎ ভ্রমপরিপািণ । বিশেষ এ বিষয়ে আপনার দোষ মাত্র নাই, আপনি সন্ধিবাক্যে বিশ্বাস করিয়া সদাচরণ প্রদশন করিয়া এ স্থানে আসিয়াছেন, যিনি সদাচরণ ও কপটাচরণে দোষী, জগদীশ্বর অবশ্য তাঁহাকেই দণ্ড দিবেন। প্রভু! খলতার জয় নাই, আদ্য আরংজীব যে পাপ করিয়া আপনাকে রদ্ধে করিয়াছেন, সেই পাপে সবংশে নিধন হইবেন । মহারাজ ! আপনি রায়গড়ে যে কথা , মহারাষ্ট্র দেশে সে কথা এখনও কেহ বিস্মত হয় নাই; আরংজীব যদি কপটাচরণ কুতুবা লে ল ফল ললিত ন ন আল মামল অন্তে । ! উৎসাহে, উল্লাসে শিবজাঁর নয়ন জম্বলিতে লাগিল, তিনি বলিলেন,—সীতাপতি ! সে ভরসা এখনও লোপ পায় নাই। এখনও আরংজীব দেখিবেন মহারাষ্ট্র জীবন লোপ পায় নাই! কিন্তু হায়! যে সময় আমার বীরাগ্রগণ্য সৈন্যেরা মোগলদিগের সহিত তুমুল সংগ্রামে লিপ্ত হইবে, সে সময়ে আমি কি দরে দিল্লীনগরে নিশ্চেন্ট বন্দীস্বরুপ থাকিব ? সীতাপতি। যবে গগনসঞ্চারি-বায়কে আরংজীব জালমধ্যে রদ্ধে করিতে পারিবেন, তখন আপনাকে দিল্লীর প্রাচীরমধ্যে বন্দী রাখিতে পারবেন, তাহার পবে নহে। শিবজী ঈষৎ হাস্য করিলেন, পরে ধীরে ধীরে বলিলেন,—তবে বোধ করি আপনি কোন পলায়নের উপায় উদ্ভাবন করিয়াছেন, তাহাই বলিবার জন্য এরপে গুপ্তভাবে অদ্য রজনীতে আমার গহে আসিয়াছেন! కాగో প্রভু তীক্ষাবৃদ্ধি, প্রভুর নিকট কিছুই গোপন রাখিতে পারি, এরপে সম্ভাবনা শিবজী । সে উপায় কি ? সীতাপতি। অন্ধকার রজনীতে প্রভু অনায়াসে ছদ্মবেশে গহ হইতে বাহির হইতে পারেন। দিল্লীর চারিদিকে উচ্চ প্রাচীর, কিন্তু পৰবদিকে একস্থানে সেই প্রাচীরে লৌহশলাকা স্থাপিত হইয়াছে, তন্দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করা মহারাষ্ট্ৰীয় বীরের অসাধ্য নহে। অপর পাশ্বে ক্ষুদ্র তরীতে আটজন মাল্লা আছে, নিমেষমধ্যে মথুরায় পেপছিবেন । তথায় প্রভুর অনেক বন্ধ আছেন, অনেক হিন্দী-দেবালয়ে অনেক ধৰ্ম্মাত্মা পরোহিত আছেন, তথা হইতে প্ৰভু অনায়াসে সবদেশে যাইতে পারবেন। শিবজী। আমি আপনার উদযোগে তুল্ট হইলাম, আপনি যে প্রকৃত বন্ধ তাহার আর একটী নিদশন পাইলাম। কিন্তু প্রাচীর উল্লঙ্ঘনের সময় যদি কেহ আমাকে দেখিতে পায়, তাহা হইলে পলায়ন দুঃসাধ্য, আরংজীবের হস্তে মৃত্যু নিশ্চয়! সীতাপতি। প্রাচীরের যে স্থানে লৌহশলাকা দেওয়া আছে, তাহার অনতিদরে আপনার সেনার মধ্যে দশজন তীরন্দাজ ছদ্মবেশে লক্কোয়িত আছে। যদি কেহ প্রভুকে দেখিতে পায় বা গতিরোধ করে, তাহার মৃত্যু নিশ্চয়। শিবজী। ভাল, নৌকায় গমনকালে তীরস্থ কোন প্রহরী যদি সন্দেহ-প্রযুক্ত নৌকা ধরিতে চাহে ? সীতাপতি। অস্টজন ছদ্মবেশী নৌকা-বাহক আপনারই অল্টজন যোদ্ধা। তাহাদিগের শরীর বামাচ্ছাদিত, তণে পরিপািণ । সহসা নৌকা কেহ রোধ করিতে পারে, তাহার সম্ভাবনা নাই । শিবজী। মথরো পেশছিয়া যদি প্রকৃত বন্ধ না পাই ? সীতাপতি। আপনার পেশওয়ার ভগিনীপতি মথরীয় আছেন, তিনি আপনার চিরপরিচিত ও বিশ্বস্ত তাহা আপনি জানেন। আমি অদ্য তাঁহার নিকট হইতে আসিতেছি, তিনি সমস্ত প্রস্তুত রাখিয়াছেন, তাঁহার পত্র পাঠ করন। বস্ত্রের ভিতর হইতে একখানি পর বাহির করিয়া সীতাপতি, শিবজীর হস্তে দিলেন। শিবজী ঈষৎ হাস্য করিয়া পত্র ফিরাইয়া দিয়া বলিলেন,—আপনি পাঠ করিয়া শুনান। ఫిపిసి