পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञश्व ब्रछनाबछनी সীতাপতি লঙ্গিজত হইলেন, তাঁহার তখন সমরণ হইল ষে শিবজী আপন নাম লিখিতেও জানিতেন না, কখনও লেখাপড়া শিখেন নাই ! ఫో সীতাপতি পত্র পাঠ করিয়া শনাইলেন। যাহা যাহা আবশ্যক, মরেশ্বরের কুটবে সমস্ত স্থির করিয়াছেন, পরে বিস্তত লিখা আছে। শিবজী বলিলেন,-গোস্বামিন ! আপনার সমস্ত জীবন যাগ-যজ্ঞে অতিবাহিত হইয়াছে কখনই বোধ হয় না, শিবজীর প্রধান মন্ত্রীও আপনা অপেক্ষা সন্দেররপে উপায় উস্তাবন করিতে পারিত না ! কিন্তু এখনও একটী কথা আছে। আমি পলাইলে আমার পর কোথায় থাকিবে, আমার বিশ্বস্ত মন্ত্রী রঘুনাথপন্থ ও প্রিয়সহেদ তন্নজী মালস্ত্রী কোথায় থাকিবে ? আমার বিশ্বস্ত সৈন্যগণই বা কিরাপে আরংজীবের কোপ হইতে পরিত্রাশ পাইবে ? - সীতাপতি। আপনার পত্র, প্রিয়সহেদ ও মন্ত্রিবর আপনার সহিত আদ্য রজনীতেই পারে। আপনার সেনাগণ দিল্লীতে থাকিলে হানি নাই, আরংজীব তাহাদিগকে লইয়া কি করিবেন, অগত্যা ছাড়িয়া দিবেন। শিবজী। সীতাপতি! আপনি আরংজীবকে জানেন না ; তিনি ভ্রাতাদিগকে বধ করিয়া সিংহাসনে আরোহণ করিয়াছেন। সীতাপতি। যদি আপনার সেনাগণের উপর কঠোর আদেশ দেন, কোন মহারাষ্ট্ৰসেনা আপনার নিরাপদ বাৰ্ত্তা শ্রবণ করিয়া উল্লাসের সহিত প্রাণবিসজন না করিবে ? শিবজী ক্ষণেক নীরবে চিন্তা করিলেন, পরে মহানুভব ধীরে ধীরে বলিলেন,—গোস্বামিন! আমি আপনার চেণ্টা, আপনার উদযোগের জন্য আপনার নিকট চিরবাধিত রহিলাম, কিন্তু শিবজী তাহার বিশ্বস্ত ও চিরপালিত ভূতাদিগকে বিপদে রাখিয়া আপনার উদ্ধার চাহে না, এরপে ভীরতার কায্য কখনও করিবে না। সীতাপতি ! অন্য উপায় উদ্ভাবন করন, নচেৎ চেষ্টা ত্যাগ করন। সীতাপতি। অন্য উপায় নাই । শিবজী। তবে সময় দিন, শিবজীর এই প্রথম বিপদ নহে, উপায় উদ্ভাবনে শিবজী কখনও পরাজমখ হয় নাই। সীতাপতি। সময় নাই! অদ্য রজনীতে প্রভু পলায়ন করন, নতুবা কল্য আপনার পলায়ন নিষিদ্ধ ! শিবজী। আপনি কোন যোগবলে এরুপ জানিলেন জানি না, কিন্তু আপনার কথা যদি যথার্থই হয়, তথাপি শিবজীর অন্য উত্তর নাই। শিবজী আশ্রিত প্রতিপালিত লোককে বিপদে রাখিয়া আত্মপরিত্রাণ করিবে না। গোস্বামিন ! এ ক্ষত্রিয়ের ধম নহে। সীতাপতি। প্রভু! বিশ্বাসঘাতকের শাস্তিদান করা ক্ষত্রিয়ের ধাম, আরংজীবকে শাস্তিদান করনে। সেই দরে মহারাষ্ট্রদেশে প্রত্যাবৰ্ত্তন করন, তথা হইতে সাগরতরঙ্গের ন্যায় সমরতরঙ্গ প্রবাহিত করন । অচিরে আরংজীবের সখেস্বপ্ন ভঙ্গ হইবে, অচিরে এই পাপপণে সাম্রাজ্য অতল জলে মগ্ন হইবে। শিবজী। সীতাপতি ! যিনি ব্রহ্মান্ডের রাজা তিনি বিশ্বাসঘাতকতার শাস্তি দিবেন, আমার কথা অবধারণা করন, তাহার অধিক বিলম্বব নাই। শিবজী আশ্রিতকে ত্যাগ করবে না। সীতাপতি। প্রভু! এখনও এ প্রতিজ্ঞা ত্যাগ করন, এখনও বিবেচনা করিয়া আদেশ করন, কল্য বিবেচনার সময় থাকিবে না, কল্য আপনি বন্দী ! .: তাই হউক। শিবজী আশ্রিতকে ত্যাগ করিবে না, শিবজীর এ প্রতিজ্ঞা | সীতাপতি নীরব হইয়া রহিলেন। শিবজী চাহিয়া দেখিলেন তাঁহার নয়নে জলবিন্দর। তখন সস্নেহে সীতাপতির হস্ত ধরিয়া বলিলেন,—গোস্বামিন! দোষ গ্রহণ করিবেন না, আপনার যত্ন, আপনার চেস্টা, আপনার ভালবাসা আমি জীবন থাকিতে ভুলিব না। রায়গড়ে আপনার বীরপরামর্শ ও দিল্লীতে আমার উদ্ধারাথ আপনার এতদর উদযোগ চিরকাল আমার হৃদয়ে অকিত থাকিবে, আপনি আমার সহিত অবস্থান করন, আপনার পরামশে শীঘ্র সকলেরই উদ্ধার সাধন করিব। সীতাপতি। প্রভু! আপনার মিস্টবাক্যে যথোচিত পরস্কৃত হইলাম, জগদীশ্বর জানেন R ఫిO