পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাটের জয় হউক! জাহাপনা ! দানেশমন্দ নামক আপনার সভাসদ আপনার সাক্ষৎঅভিলাষী, দ্বারদেশে দণ্ডায়মান আছেন। সমাট দানেশমদকে আসিতে আজ্ঞা দিলেন, চিন্তা দানেশমন্দ আরংজীবের মন্ত্রী ছিলেন না, রাজকায্যে পরামর্শ দিতে সাহস করিতেন না, - তবে তিনি পারস্য ও আরবী ভাষায় অসাধারণ পণ্ডিত, সতরাং সম্রাট তাঁহাকে অতিশয় সম্মান করিতেন, কখন কখন কোন কোন কথায় বাক্যচ্ছলে পরামশ জিজ্ঞাসা করিতেন। উদারচেতা দানেশমন্দ প্রায়ই উদার সরল পরামর্শ দিতেন, এমন কি আরংজীবের জ্যেষ্ঠ দারা রক্ষন বন্দী হয়েন, দানেশমন্দ তাঁহার প্রাণরক্ষার পরামশাই দিয়াছিলেন। এববিধ পরামর্শ, কুটিল আরংজীবের মনোগত হইত না; আরংজীব তাঁহাকে অলপবান্ধি ও অদরদশী বলিয়া মনে করিতেন, তথাপি তাঁহার বিদ্যা, ধন ও পদমৰ্য্যাদার জন্য সম্যক আদর করিতেন। সরলস্বভাব বদ্ধ দানেশমন্দ সম্রাটকে অভিবাদন করিয়া উপবেশন করিলেন। দানেশমন্দ। এ সময়ে জাহাঁপনার সহিত সাক্ষাৎ করিতে আসা দাসের ধন্টতা, কেননা এ সময় সম্রাট রাজকায্যের পর বিশ্রাম করেন। তবে যে আসিয়াছি, কেবল আপনি অনুগ্রহ করেন এই নিমিত্ত। পারস্যকবি সুন্দর লিখিয়াছেন, ‘সায্যের দিকে জগতের সকল প্রাণী সকল সময়ে চাহিয়া দেখে, সয্যে কি তাহাতে বিরক্ত বা কিরণদানে বিরত হয়েন’ ? সম্রাট সহাস্যবদনে বলিলেন,—দানেশমন্দ ! অন্যের সম্পবন্ধে যাহাই হউক, আপনি~ সব্বাসময়েই সমাদরের পাত্র। ক্ষণেক এইরুপ মিস্টালাপ হইলে পর দানেশমন্দ অন্য কথা আনিলেন; বলিলেন,– জাহাপনা ! “আলমগীর” নাম সাথক করিবেন! সমস্ত হিন্দুস্থান আপনার পদতলে রহিয়াছে, এক্ষণে দাক্ষিণাত্য জয় করিতেও বড় বিলম্বব নাই। ঈষৎ হাস্য করিয়া আরংজীব বলিলেন,—কেন, সে বিষয়ে আমার কি উদ্যোগ দেখিলেন ? দানেশমন্দ। দক্ষিণদেশের প্রধান শত্র আপনার পদতলে । আরংজীব। শিবজীর কথা বলিতেছেন ? হাঁ, ইন্দর কলে পড়িয়াছে। তৎক্ষণাৎ আপন মন্ত্রণা গোপনাথে বলিলেন,—দানেশমন্দা! আপনি আমাদের উদ্দেশ্য অবশ্যই জানেন, দেশের প্রধান প্রধান ব্যক্তিকে সব্বদাই সুশমান করা আমার উদ্দেশ্য। শিবজী ধত্তে ও বিদ্রোহী হউক, যোদ্ধা বটে, তাহাকে সম্মানাথই দিল্লীতে আনিয়াছিলাম। রাজসভায় সমুচিত সম্মান করিয়া তাহাকে বিদায় দেওয়াই আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু সে এরপে মখে যে রাজসভায় অসদাচরণ করিয়াছিল। আমি তাহাকে বন্দী করিতে বা তাহার প্রাণ লইতে নিতান্ত অনিচ্ছুক, সুতরাং অন্য শাস্তি না দিয়া কেবল রাজসভায় আসিতে নিষেধ করিয়াছিলাম। এখন শুনিতেছি যে দিল্লীর মধ্যেই সে অনেক সন্ন্যাসী ও বিদ্রোহীর সহিত পরামর্শ করে, সতরাং কোনও রপে অনিস্ট করিতে না পারে এই জন্যই কোতোয়ালকে দটি রাখিতে काँइंग्लाइ কয়েকদিন পর সম্মানপত্ৰব’ক বিদায় দিব। দানেশমন্দ । সমাটের এ আদেশ শনিয়া আহমাদিত হইলাম। আরংজীব। কেন ? উদারচেতা দানেশমন্দ বলিলেন,—সম্রাটকে পরামর্শ দিই আমার কি সাধ্য, কিন্তু জাহাপনা ! যদি শিবজীর প্রতি দয়াল আচরণ না করিতেন, যদি তাহাকে চিরকালের জন্য বন্দী করিতেন, তাহা হইলে মন্দ লোকে নানারপে আখ্যাতি করিত, বলিত যে শিবজীকে আহবান করিয়া রুদ্ধ করা ন্যায়সঙ্গত নয় । আরংজীব ঈষৎ কোপ সঙ্গোপন করিয়া সেইরপে হাস্যবদনে বলিলেন, দানেশমন্দ! মন্দলোকের কথায় দিল্লীশ্বরের ক্ষতিবন্ধি নাই, তবে সবিচার ও দয়া সিংহাসনের শোভন, সুবিচার ཨཱམནྟཱ། གཧཀསྶ ཨབྷགཝཱ སག ཨ་ཝ་ཚཝ། ཨཝཙ ཝian frཝ, ཨཱཝ ཨལ། ཨ་ཨཱ། ཨཝཡཝ ཨཀལ་ཏ་ - ! দানেশমন্দ। এরপে সদাচরণেই জাহাঁপনার প্রপিতামহ আকবরশাহ দেশ শাসন করিয়াছিলেন, এরপে সদাচরণে আপনারও খ্যাতি ও ক্ষমতা দিন দিন বন্ধি পাইবে। আরংজীব। সে কিরুপ ? $o مهمتری দানেশমন্দ । সম্রাটের অগোচর কিছুই নাই। দেখন, আকবরশাহ যখন দিল্লীর সিংহাসনে 戈决8