পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्धश्व ब्रळनाबलाँ চতুর, শিবজীর মনের ভাব বুঝিয়াছেন, তাহা শিবজী বুঝিতে পারিলেন। ইতিকৰ্ত্তব্যবিমঢ় হইয়া জিজ্ঞাসা করিলেন,—সে ঔষধ কি ? :് হাকিম উত্তর করিলেন,—সে একটী উৎকৃষ্ট ঔষধিও বটে, উৎকট বিষও বটে। রব্বলে আলমিনার নাম লইয়া তাহাই আপনাকে দিব, যদি রোগ যথার্থ হয় অব্যথা ঔষধিতে তৎক্ষণাৎ পীড়া আরোগ্য হইবে, যদি প্রতারণা হয় অব্যথা বিষে তৎক্ষণাৎ প্রাণনাশ হইবে। শিবজীর হৃৎকম্প হইল, ললাট হইতে বেদবিন্দ পড়িতে লাগিল! ঔষধিসেবনে অস্বীকৃত হইলে তাঁহার প্রতারণা প্রচারিত হইবে, সেবন করিলে নিশ্চয় মৃত্যু! হাকিম ঔষধি প্রস্তুত করিয়া আনিলেন, শিবজী বলিলেন-মাসলমানের পটি পানীয় আমি পান করিব না। শিবজী সজোরে হস্ত-সঞ্চালনে পাত্র দরে নিক্ষেপ করিলেন। হাকিম কিছমাত্র রস্টে হইলেন না, ধীরে ধীরে বলিলেন–এরপে সজোরে হস্ত-সঞ্চালন ক্ষীণতার লক্ষণ নহে। শিবজী অনেকক্ষণ অতিকটে ক্রোধ সম্বরণ করিয়াছিলেন, আর পারিলেন না। সহসা উঠিয়া বসিলেন,—“রোগীকে উপহাস করিবার এই শাস্তি”–এই বলিয়া এক চপেটাঘাত করিলেন ও হাকিমের শক্লেশমশ্র সজোরে আকষণ করিলেন। বিস্মিত হইয়া দেখিলেন, সেই মিথ্যা শমশ্র সমস্ত খসিয়া আসিল, চপেটাঘাতে উষ্ণীষ দরে নিক্ষিপ্ত হইল, তাঁহার বাল্যসহৃদ তন্নজী মালশ্ৰী খিল খিল করিয়া হাস্য করিয়া উঠিল। তন্নজী অনেকক্ষণ পরে হাস্য সবরণ করিয়া ঘরের দ্বার রুদ্ধ করিলেন। পরে শিবজীর নিকটে আসিয়া উপবেশন করিয়া বলিলেন,—প্রভু কি সব্বদাই চিকিৎসককে এইরুপ পারিতোষিক দিয়া থাকেন ? তাহা হইলে রোগীর মৃত্যুর পর্বে দেশের চিকিৎসক নিঃশেষিত হইবে বজ্রসম চপেটাঘাতে এখনও মস্তক ঘৃণিত হইতেছে! শিবজী সহস্যে বলিলেন,—বন্ধ ব্যান্ত্রের সহিত খেলা করিলে কখন কখন আহত হইতে হয়। যাহা হউক, তোমাকে দেখিয়া কতদর আহমাদিত হইলাম বলিতে পারি না, এ কয়দিনই তোমাকে প্রত্যাশা করিতেছিলাম। এখন সংবাদ কি বল। তন্নজী। প্রভুর সমস্ত আদেশ সম্পাদিত করিয়াছি, একে একে নিবেদন করিতেছি। সম্রাট যে অনুমতিপত্র দিয়াছিলেন, তন্দ্বারা আপনার অনুচরবগ সকলেই নিরাপদে দিল্লী হইতে নিত্ৰান্ত হইয়াছে। শিবজী। সে জন্য জগদীশ্বরকে ধন্যবাদ প্রদান করি। এখন আমার মন শান্ত হইল, আমি আপনার পলায়নের জন্য তত ভাবি না । গগনবিহারী পক্ষী সামান্য পিঞ্জরে বদ্ধ হইয়া থাকে না । তন্নজী। সেই সমস্ত অনচের দিল্লী হইতে নিৰ্ম্মান্ত হইয়া গোস্বামীর বেশ ধরিয়া মথুরা ও বন্দাবনে অবস্থিতি করিতেছে, মথুরায় অনেক দেবালয়ের পরোহিতগণও প্রত্যহ আপনাকে প্রতীক্ষা করিতেছে। আমি দিল্লী হইতে মথুরার পথ বিশেষরপে দটি করিয়াছি, যে যে স্থানে লোক সন্নিবেশিত করিবার আদেশ করিয়াছিলেন তাহাও করিয়াছি।

  • চিরবন্ধু! তুমি যেরূপ কাৰ্য্যদক্ষ অবশ্যই আমরা নিরাপদে সবদেশে যাইতে i তন্নজী। দিল্লীর প্রাচীরের বাহিরে আপনি যেরপে একটী তীব্ৰগতি অশ্ব রাখিতে বলিয়াছিলেন তাহাই রাখিয়াছি। যে দিন স্থির করিবেন সেই দিনে সমস্ত প্রস্তুত থাকিবে।

শিবজী। ভাল । তন্নজী। রাজা জয়সিংহের পত্র রামসিংহের নিকট গিয়াছিলাম, তাঁহার পিতা আপনাকে যে বাক্যদান করিয়াছিলেন, তাহা স্মরণ করাইয়া দিয়াছিলাম। রামসিংহ পিতার ন্যায় সত্যপ্রিয় ও উদারচেতা, শনিয়াছি স্বয়ং সম্রাটের নিকট যাইয়া আপনার জন্য সাশ্রনয়নে আবেদন করিয়াছিলেন । শিবাজী। সম্রাট কি বলিলেন ? তন্নজী। বলিলেন, সম্রাটের যাহা কত্তব্য তাহা করিবেন । , শিবজী। বিশ্বাসঘাতক! কপটাচারী ! এখনও একদিন শিবজী ইহার প্রতিশোধ দিবে। তন্নজী। রামসিংহ সে বিষয়ে নিজফলপ্রযত্ন হইয়াছেন বটে, কিন্তু যবেক সরোষে আমার Rථo