পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रटभग ब्रफ़नाबलौ শিবজী। আপনার অমঙ্গল অপেক্ষা সাম্রাজ্যের আর অধিক কি অনিস্ট হইতে পারে ? জয়সিংহ। শিবজী! একজন যোদ্ধা যাইলে অন্য যোদ্ধা হয়, কিন্তু পাতকে যে ক্ষয়সাধন করে, তাহার পুনঃসংস্কার হয় না। আমি পুবেই বলিয়াছিলাম যথায় পাপ ও কপটাচারিতা, তথায় অবনতি ও মৃত্যু। এক্ষণে প্রত্যক্ষ তাহা অবলোকন করন। শিবজী। নিবেদন করন। জয়সিংহ । যখন আপনাকে আমি দিল্লী পাঠাইয়াছিলাম, তখন আপনার হৃদয়ও দিল্লীশ্বরের দিকে আকৃষ্ট হইয়াছিল, আপনার স্থির সঙ্কলপ ছিল, দিল্লীশ্বর যতদিন আপনাকে বিশ্বাস করিবেন, আপনি ততদিন বিশ্বাসঘাতকতা করিবেন না। আপনার প্রতি সদাচরণ করিলে সমাটের দক্ষিণদেশে একজন পরাক্রান্ত বন্ধ থাকিত, কপটাচরণবশতঃ সেই স্থানে একজন দমদমনীয় শত্র হইয়াছে। শিবজী। মহারাজ ! আপনার বৃদ্ধি অসাধারণ ও বহন্দরেদশী, জগতে সকলে যথার্থই জয়সিংহকে বিজ্ঞ বলিয়া জানে। জয়সিংহ। আমি আরংজীবের পিতার সময় হইতে দিল্লীর কায্য করিয়াছি। বিপদে, যুদ্ধসময়ে, যতদর সাধ্য, দিল্লীশ্বরের উপকার করিয়াছি। সবজাতি বিজাতি বিবেচনা করি নাই, আত্মপর বিবেচনা করি নাই, যাঁহার কায্যে ব্ৰতী হইয়াছি, জীবন পণ করিয়া তাঁহার কার্য্যসাধন করিয়াছি। বদ্ধকালে সম্রাট আমার প্রতি প্রথমে অসদাচরণ করিলেন, পরে অবমাননা করিলেন। তথাপি ঈশ্বরেচ্ছায় আমার কায্যে বৈলক্ষণ্য ঘটে নাই, আমি যে সমস্ত সৈন্য প্রধান প্রধান দগে" রাখিয়া যাইলাম, শিবজী, তাহারা বিনাযুদ্ধে আপনাকে দগে হস্তগত করিতে দিবে না। কিন্তু এ আচরণে আরংজীব স্বয়ং ক্ষতিগ্রস্ত হইলেন। অম্বরাধিপেরা দিল্লীশ্বরের চিরবিশ্বস্ত অনচের ও সহায়, অম্বরের ভবিষ্যৎ রাজগণ দিল্লীর প্রধান শত্র হইবে। শিবজী। আপনি প্রকৃত কথাই বলিয়াছেন। আরংজীব আপন অসদাচরণে অস্বর ও মহারাষ্ট্র এই দুইটী দেশকে তাঁহার শত্র করিয়াছেন। জয়সিংহ। দুইটী উদাহরণ দিলাম, মহারাষ্ট্ৰদেশ ও অস্বরদেশ। সমস্ত ভারতবষী এইরুপ। শিবজী! আরংজীব সমস্ত ভারতবষের বিশ্বস্ত অনুচরের অবমাননা করিতেছেন, মিত্রদিগকে শত্র করিতেছেন। বারাণসী-মন্দির বিনষ্ট করিয়া তথায় মসজীদ নিম্মর্ণণ করিয়াছেন, রাজস্থানে হিন্দুদিগের অবমাননা করিতেছেন, সব্বদেশে হিন্দুদিগের উপর জিজিয়া কর স্থাপন করিতেছেন। ক্ষণেক পরে নয়ন মাদিত করিয়া জয়সিংহ অতি গম্ভীরস্বরে পুনরায় কহিতে লাগিলেন, যেন মৃত্যুশয্যায় মহাত্মার দিব্য-চক্ষ উন্মলিত হইল, সেই চক্ষতে ভবিষ্যৎ দেখিয়াই যেন রাজষি কহিতে লাগিলেন,—শিবজী! আমি দেখিতেছি যে এই কপটাচারিতায় চারিদিকে অনল জস্বলিল! আরংজীব বিংশতি বৎসর যত্ন করিয়া সে অনল নিৰ্বাণ করিতে পারলেন না; তাঁহার তীক্ষা বৃদ্ধি, তাঁহার অসামান্য কৌশল, তাঁহার অসাধারণ সাহস ব্যথ হইল; বদ্ধবয়সে পশ্চাত্তাপ করিয়া দিল্লীশ্বর প্রাণত্যাগ করিলেন ! অনল আরও প্রবলবেগে জন্বলিতেছে, চারিদিক হইতে ধনু ধ শব্দে অগ্রসর হইতেছে, সেই অনলে মোগলসাম্রাজ্য দন্ধ হইয়া গেল! তাহার পর : তাহার পর মহারাষ্ট্ৰ জাতির নক্ষত্র উন্নতিশীল, মহারাষ্ট্ৰীয়গণ অগ্রসর হও, দিল্লীর শান্য সিংহাসনে উপবেশন কর! রাজার বচনরোধ হইল। চিকিৎসকেরা পাশ্বে ছিলেন, তাঁহারা নানারপে সন্দেহ করিতে লাগিলেন, গোপনে, অপটিস্বরে রোগের প্রকৃত কারণ অনুভব করিতে লাগিলেন। অনেকক্ষণ পর মাদস্বরে জয়সিংহ বলিলেন,-কপটাচারী আপনাকেই শাস্তিদান করে-- সত্যমেব জয়তি । শ্বাসরোধ হইল, শরীর হইতে প্রাণ বহিগত হইল। 88 &