পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1. %. 驅 দন্জেয়সিংহ জানেন না; কিন্তু যখন সেই উন্নত কলেবর, সেই স্থিরনয়ম, সেই অপভাষী যোদ্ধার দিকে নিরীক্ষণ করেন, তখনই তাঁহার মনে সন্দেহ হয়। আহবক্ষেরে শত শত্র মধ্যে যাঁহার হৃদয় বিচলিত হয় নাই, অদ্য এই যবেককে দেখিয়া কি জন্য সে বীর হৃদয় বিচলিত হইতেছে ? সালমোৱাধিপতি ও স্বয়ং মহারাপার নয়নের দিকে যে যোদ্ধা স্থিরনয়নে চাহিয়াছেন, আদ্য একজন বন্য যুবকের দিকে কি জন্য তিনি চাহিতে অক্ষম ? আপনার প্রতি ঘণা করিয়া, সন্দেহ দরে করিয়া, দুজয়সিংহ যবেকের সহিত একবার সহজভাবে বাক্যালাপ করিবার চেষ্টা করিলেন। বলিলেন,—যবেক ! এই পর্ষ্যস্ত আমি এই অপরপ গমহা ও আপনার অপরপে সঙ্গী দেখিয়া বিস্মিত হইয়া রহিয়াছি, আপনি আমার যে মহৎ উপকার করিয়াছেন, তাহার জন্য একবার ধন্যবাদ দিতেও বিস্মত হইয়াছি। যবেক। ধন্যবাদ আবশ্যক নাই, আমি সবদেশের প্রতি কৰ্ত্তব্যমাত্র সাধন করিয়াছি। দজোয়। তথাপি এ ঋণ কিরাপে পরিশোধ করিতে পারি? যবেক । আপনাকে অদ্য ষেরপে অসহায় অবস্থায় দেখিয়াছিলাম, সেইরপে অসহায় পাইয়া কোন পতিহীনা নারীর প্রতি বা কোন পিতাহীন বালকের প্রতি যদি কখন অত্যাচার করিয়া থাকেন, তাহাদের প্রতি এখন ধম্মাচরণ করন, তাহা হইলেই আমি পরিতৃপ্ত হইব। আমার নিজের কোন যাদ্ধা নাই। দনুজয়সিংহ চকিত হইলেন । যবেক কি পর্বে কথা জানেন ? অদ্য কি শত ভীলযোদ্ধার দ্বারা পাব অত্যাচারের প্রতিফল লইবেন ? সভয়ে সেই ভীলযোদ্ধাদিগের দিকে দেখিলেন, সকলের হস্তে ধনবোণ প্রস্তুত! সভয়ে যুবকের দিকে চাহিলেন, যবেক সেইরপে গম্ভীর, নিশ্চেন্ট ! দতেজয়সিংহের অসমসাহসিক হৃদয়ে আদ্য প্রথম ভয়ের সঞ্চার হইল; এ যবেক কে ? যবেক পনরায় বলিলেন,—শয্যা রচনা হইয়াছে। দতেজয়সিংহ হৃদয়ের উদ্বেগ দমন করিয়া সদপে উত্তর দিলেন,—অদ্যই সময"মহলে প্রত্যাগমন করিব, অন্যের আবাসে বাস করা দত্তেজয়সিংহের অভ্যাস নাই। যবেক। যেরপে রুচি হয় সেইরাপ করিতে পারেন, কিন্তু আমার বোধ ছিল, অন্যের আবাসস্থলে বাস করা আপনার অভ্যাস আছে । দতেজয়। আপনি কে জানি না, ইচ্ছা হয়, এই অসভ্য যোদ্ধা দ্বারা দতেজয়সিংহকে হনন করিতে পারেন, কিন্তু দতেজয়সিংহ মিথ্যা অপবাদ সহ্য করিবে না। রাঠোর তিলকসিংহের সহিত আমার বংশানুগত বিরোধ, সেই বিরোধের বশবত্তী হইয়া আমি সম্মখে সমরে তাঁহার সয"মহল দগে কাড়িয়া লইয়াছি, এ ক্ষত্ৰধৰ্ম্মমাত্র। যবেক। সম্মুখসমরে আপনি সর্পট, সন্দেহ নাই, সেই জন্যই তিলকসিংহের মৃত্যু হইলে পর আপনি তাঁহার নিরাশ্রয় বিধবার সহিত সমখেরণে বীরত্ব প্রকাশ করিয়া নারীকে হত্য করিয়াছিলেন। আপনি ক্ষত্ৰধৰ্ম্মমাজ্ঞ, তাহাতে সন্দেহ নাই । একেবারে শত বশিচকদংশনের ন্যায় এই কথা দতজয়সিংহকে ক্ষিপ্ত করিয়া তুলিল, রোষে তাঁহার বদনমন্ডল রক্তবর্ণ হইল, নয়ন হইতে অগ্নি-স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল, মস্তক হইতে পদ পৰ্য্যস্ত কাঁপতে লাগিল। অবমাননা সহ্য করিতে না পারিয়া, দেশকাল বিস্মত হইয়া, লম্বফ দিয়া অপরিচিত ষুবকের গলদেশ ধারণ করিলেন। তৎক্ষণাৎ শত ভীলযোদ্ধা ধনকে তীর সংযোজনা করিল। অপরিচিত যবেক বামহস্তে তাহাদিগকে নিষেধ করিলেন, দক্ষিণহস্তে ধীরে ধীরে দত্তেজয়সিংহকে শান্যে উঠাইয়া অসরেবীয্যের সহিত দশহস্ত দরে নিক্ষেপ করিলেন। দজায়সিংহ উঠিয়া দাঁড়াইলেন, যুবকের দিকে চাহিলেন, যবেক অবিচলিত ও নিকপ। যুবকের কোষে অসি রহিয়াছে, যবেক তাহা সপশ করেন নাই। পবেবৎ স্থির অবিচলিত স্বরে কহিলেন,—শয্যা রচনা হইয়াছে। দত্তেজয়সিংহ নতশিরে কহিলেন—অদ্যই সৰ্য্যেমহলে যাইব । তখন যবেক দত্তেজয়সিংহের নিকটে আসিলেন, পনরায় উষ্ণীষ দিয়া নয়নদ্বয় আবাত করিলেন ও স্বয়ং অতিথির, হস্তধারণ করিয়া গহা হইতে বাহির হইলেন। একক্রোশ পথ দুইজনে পাবত নামিতে লাগিলেন, একটা কথামীর নাই। নৈশ বায়তে বক্ষপত্র মমর শব্দ করিতেছে, স্থানে স্থানে জলপ্রপাতের শব্দ শনা যাইতেছে, সময়ে সময়ে দীরস্থ শৃগাল বা & C Տ Գ