পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछन,ज छौवन-नझग्न দণ্ডোয়সিংহ। ভৗলগণ বা ভূমিয়াগণ কবে বশী নিক্ষেপ করিতে জানে ? হলদীঘাটার দ্ধের দিন একদল ভীল ও ভূমিয়াবেশী বশ ও অসি হস্তে মানসিংহের সেনাকে আক্রমণ করিয়াছিল। প্রধান। এ যথার্থই বিস্ময়ের কথা। দতজয়সিংহ। বিস্ময় কিছলমাত্র নাই, তাহারা ভীল নহে। কয়েকজন রাঠোরযোদ্ধা ভৗলবেশে আসিয়াছিল, তাহাদিগের সন্দারকে আমি চিনিয়াছিলাম, সে সেই যবেক! চিতোরধনংসের সময় জয়মল্পের পাশ্বে তিলকসিংহকে আমি যুদ্ধ করিতে দেখিয়াছি, অসরেবলে চিতোরের দ্বার রক্ষা করিতে দেখিয়াছি, তিলকসিংহের বালক পিতা অপেক্ষা যুদ্ধে নতুন নহে! মন্ত্রীর মুখমণ্ডল গম্ভীর হইল। দতজয়সিংহ আরও বলিতে লাগিলেন,-সেই হল দীঘাটার যুদ্ধের দিন বালককে দেখিয়া আমার হস্তের বশ কম্পিত হইয়াছিল। দুজয়সিংহের বশর্ণ মিথ্যা হয় না, এক আঘাতে জগৎ হইতে দতজয়সিংহের চিরশত্রকে দরে করিবার অভিলাষ হইয়াছিল! কিন্তু আহেরাঁয়ার দিন স্মরণ হইল, বর্ষা আমার হস্তেই রহিল। প্রধান। আহেরণীয়ার দিন বালক আপনার জীবন রক্ষা করিয়াছিল বলিয়া কি সে অবধ্য ? দলেজয়সিংহ। তাহা নহে। কিন্তু বিদেশীয় শত্র উপস্থিত আছে বলিয়া তেজসিংহ আহেরাঁয়ার দিন আমার সহায়তা করিয়াছিল, বিদেশীয় শত্র বক্তমান থাকিতে দন্জয়সিংহ গহকলহে হস্ত কলুষিত করিবে না। প্রধান। তবে অন্বেষণ কি জন্য ? দন্জেয়সিংহ। যে দিন দিল্লীর সহিত যুদ্ধ শেষ হইবে, সেইদিন দলেজয়সিংহ হৃদয়ের কণ্টকোদ্ধার করিবে ! সেই জন্য পাব হইতে তাহার আবাস জানা আবশ্যক। প্রধান। অন্বেষণে আমার ক্রটি নাই, কিন্তু এ পয্যন্ত কোন উদ্দেশ পাই নাই। প্রভু তৃতীয়বার তাহাকে কোথায় দেখিয়াছিলেন ? দজয়সিংহ অনেকক্ষণ পৰ্য্যন্ত এ প্রশ্নের উত্তর দিলেন না, তাঁহার মাখ ক্রমে ভ্রকেটী ধারণ করিতে লাগিল। অনেকক্ষণ পর দুজয়সিংহ ক্ৰোধকম্পিতরুবরে মন্ত্রীকে জিজ্ঞাসা ,আদ্য যে চারণের গীত শুনিলেন, তাহার অর্থ কি ? মন্ত্রী। চারণ চিতোর পনরুদ্ধারের গীত গাইয়াছিল। সরোৰে দৰ্জয়সিংহ উত্তর করলেন-বধা মল্লিত্ব কার্য গ্রহণ করিয়াছেন! উঃ, সেই অবধি আমার মন সন্দেহপণ রহিয়াছে, কিন্তু সন্দেহের আর কারণ নাই। নয়নের ভ্রম হইতে পারে, কিন্তু জিঘাংসাপণে-হৃদয় ভ্রান্ত হয় না। সেই চারণকে দেখিয়া অবধি প্রজবলিত হতাশনের ন্যায় আমার জিঘাংসা উদ্দীপ্ত হইয়াছে! মন্ত্রিবর! সেই তীব্র গীত চিতোর-ধবংসাবষয়ক নহে, সে } দজয়সিংহ কর্তৃক সন্যর্গমহল ধনংসবিষয়ক জটাচ্ছাদিত সেই জৰলন্ত নয়নধারী চারণ নহে, তিলকসিংহের পত্র তেজসিংহ। সপ্তদশ পরিচ্ছেদ : উদ্যানের পপ অনাঘ্ৰাতং পাপং কিসলয়মলনং করহৈ o রনাবিন্ধং রম্নং মধনবমনাত্বাদিতম। অখণ্ডং পণ্যোনাং ফলমিব চ তদুপমনধং। ন জানে ভোক্তারং কমিহ সমপেস্থাসাতি বিধিঃ ॥ —অভিজ্ঞানশকুন্তলম । পাঠক ! চল, দলেজীয়সিংহের প্রাসাদ হইতে অনতিদুরে সেই পৰ্বতের উপর অন্য একটী স্থানে আমরা গমন করি। চন্দ্র উদিত হইয়াছে, যাইতে কট হইবে না। যদি পরিশ্রান্ত হইয়া থাক, সন্দের পক্ষেপাদ্যানে ক্ষণেক বিশ্রাম করিব। রজনী দ্বিপ্রহর হইয়াছে, ক্লিন্তু এই নিঃশব্দ রজনীতে এখনও সয"মহল পর্বতের উপর একটী পাপোদ্যানে একজন রাজপত বালিকা একাকী পদচারণ করিতেছেন। উদ্যানে জীবমাত্র , শৰদমাত্র নাই, বালিকা একাকী সেই স্নিগ্ধ চন্দুকরে পদচারণ করিতেছেন। কখন স্থির Rttషి ১৯