পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oيهها لا রমেশচন্দ্রের মৌলিক প্রবন্ধগুলি মনন-সাহিত্যের একটি বিশেষ অঙ্গ হইয়া রহিয়াছে। বাঙ্গালী তথা ভারতীয় জীবনের নানা দিক ও সমস্যা লইয়া এগুলির অধিকাংশ রচিত। বাঙ্গালী সাহিত্য, জীবন কথা, শিল্প, বাণিজ্য, ভূমিব্যবস্থা, রাজস্বনীতি, রাজনীতি, অর্থনীতি নানা বিষয়েই তিনি স্বীয় চিন্তা ও গবেষণার ফল নানা প্রবন্ধে ব্যক্ত করিয়াছেন। ঐ যুগের বিখ্যাত পত্র-পত্রিকার পাঠায় এগুলি প্রায় সবই আত্মগোপন করিয়া আছে। এই প্রবন্ধগুলি পাঠে উনবিংশ শতাব্দীর শেষাদ্ধের এবং বৰ্ত্তমান শতাব্দীর প্রথম দশকের বহন সমস্যার সঙ্গে আমরা পরিচিত হইতে পারি। রমেশচন্দ্রের চিন্তাধারা ছিল রচনাত্মক বা গঠনমলক । তিনি শধ্যে সমস্যার কথা পাড়িয়াই ক্ষান্ত হইতেন না, সমাধানেরও যথাযোগ্য পথ নির্দেশ করিতেন। এই প্রবন্ধগুলির বিষয় বিভাগ করিয়া পুস্তকাকারে গ্রথিত হইলে বাঙ্গালা সাহিত্যই শধ্যে সমদ্ধ হইবে না, গত যুগের বাঙ্গালী জীবনের উপরও উহা যথেস্ট আলোকপাত করিতে সমর্থ হইবে। বিভিন্ন পত্র-পত্রিকার নাম ও প্রকাশকাল সহ এই সকল মাল্যবান রচনার একটি তালিকা এখানে সংকলন করিয়া দিলাম। তবে এই তালিকা যে সম্পণে একথা নিশ্চয় করিয়া বলা যায় না। নবজীবন : শ্রাবণ, ১২৯২–ঋগ্বেদের দেবগণ—(প্রথম প্রস্তাব)—ঋগ্বেদ সংহিতা । ভাদ্র, ১২৯২---ঋগ্বেদের দেবগণ—(দ্বিতীয় প্রস্তাব)—আকাশ দেবগণ । কাত্তিক, ১২৯২–ঋগ্বেদের দেবগণ—(তৃতীয় প্রস্তাব)—আলোক দেবগণ। মাঘ, ১২১২—ঋগ্বেদের দেবগণ—(তৃতীয় প্রস্তাব)—আলোক দেব (সমাপ্ত) | ফালগন, ১২৯২—ঋগ্বেদের দেবগণ—(চতুথ প্রস্তাব)-অগ্নি, বায়ন প্রভূতি দেবগণ । চৈত্র, ১২৯২—ঋগ্বেদের দেবগণ—(পঞ্চম প্রস্তাব)—সরস্বতী প্রভৃতি দেবীগণ । ব্রহ্মণস্পতি, বিষ্ণু ও রন্দ্র। বিশ্বকৰ্ম্মর্ণ ও প্রজাপতি। বৈশাখ, ১২৯৩—ঋগ্বেদের দেবগণ—(৬ষ্ঠ প্রস্তাব)-আচার ব্যবহার ও সভ্যতা। ভাদ্র, ১২৯৮–ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বৈশাখ, ১৩০১–বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। उछु : ফালগন, ১৩১২—বারাণসী শিল্প-সমিতি (সঞ্চয়ন)। पञन्द्रज5 i: বৈশাখ, ১৩০৭—দুদিনের সবদেশ যাপন। বৈশাখ, ১৩o৮—হিন্দন দশন । জ্যৈষ্ঠ, ১৩০৮—হিন্দ দশন ও সাংখ্য দশন । আষাঢ়, ১৩o ৮—ভারতীয দভিক্ষ । শ্রাবণ, ১৩o৮—বটিশ শাসনে ভারতীয় শিল্পের অবনতি । পৌষ, ১৩০৮—বঙ্গদেশে রাজস্ব বন্দোবস্ত--ওয়ারেন হেস্টিংসের শাসনকাল । ফালগন, ১৩o ৮-ভারতের অর্থনৈতিক সমস্যা। বৈশাখ, ১৩o৯—ভূমিকর আন্দোলনের ফলাফল । ভারতী ও বালক : পোষ, ১২৯৯–কবি কালিদাস। মুকুল : আষাঢ়, ১৩o২—অমৃতসর । সাধনা : মাঘ, ১২৯৯–কবি ভবভূতি । চৈত্র, ১২৯৯–উন্নতির যুগ ।