পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछन,ड छौबन-नझग्न প্রতাপসিংহের আদেশ লইয়া যাইত, নিশীথে পাবত-চড়ায় দীপালোক দেখিলে প্রতাপের সেনাগণ তাহার অথ" বুঝিত। এইরুপ ইঙ্গিতে প্রতাপ নিজ সৈন্য জড় করিতেন ও শত্র:দিগকে অজ্ঞাতে সহসা আক্রমণ করিতেন। প্রতাপ দরে পলাইয়াছে বা লুকাইয়া আছে ভাবিয়া শত্রগণ যখন নিশিচন্ত থাকিত, সহসা প্রতাপ সসৈন্যে দেখা দিতেন, শয়নসেনা বিনাশ করিতেন! চিতোর গিয়াছে, উদয়পরে গিয়াছে, কমলমীর গিয়াছে, পবিতদগে একে একে শত্রহেস্তগত হইতেছে, উপত্যকায় শল্লসেনা রাশীকৃত হইতেছে, মানসিংহ, শাহবাজখাঁ, ফরিদখাঁ, মহবৎখাঁ চারিদিক হইতে অসংখ্য সেনা লইয়া আসিতেছে, কিন্তু মেওয়ারের যোদ্ধা স্থিরপ্রতিজ্ঞ ও অবিচলিত ! প্রতাপসিংহ শিশোদীয় নাম রাখিবেন, দেশের স্বাধীনতা রক্ষা করিবেন। ফরিদখাঁ সসৈন্যে চাওয়ন্দদাগ হস্তগত করিতে আসিতেছিলেন। উন্নত পৰ্বতসঙ্কুল প্রদেশ জয় করিয়া মসলমান মহা উল্লাসে প্রতাপকে বন্দী করিতে আসিতেছিলেন। সহসা প্রতাপের আদেশ গোপনে সেই পৰ্বতের চারিদিকে নীত হইল, ইঙ্গিতে প্রতাপের সেনাগণ প্রতাপের উদ্দেশ্য বুঝিল। অবিলম্বে ফরিদখাঁ চারিদিকে অবিশ্রাস্ত রাজপতসৈন্য দেখিলেন, সেই গভীর পব্বতগুহা হইতে ফরিদখাঁ ও তাঁহার একজন সৈন্য আর সবদেশে প্রত্যাবৰ্ত্তন করিলেন না । চারিদিকে মেঘমালার ন্যায় বিপদ যত রাশীকৃত হইতে লাগিল, ভবিষ্যৎ গগন যত অন্ধকারে আচ্ছন্ন হইতে লাগিল, অথ, সৈন্যসংখ্যা, দাগ সংখ্যা যত হ্রাস পাইতে লাগিল, নিভীক প্রতাপের সাহস ও অধ্যবসায় ততই দিনে দিনে বন্ধি পাইতে লাগিল! সেই পৰ্বতসঙ্কুল প্রদেশ তিনি জগতের বিরুদ্ধে একাকী খড়গহস্তে রক্ষা করিবেন, সেই পৰ্বতের প্রত্যেক শিলাখণ্ডে বীরত্বের নাম অঙ্কিত করিবেন! ভবিষ্যৎ গগন আরও মেঘাচ্ছন্ন হইতে লাগিল, আরও অন্ধকারময় হইতে লাগিল। সেই অন্ধকারের মধ্যে প্রতাপের সাহস ও দৃঢ় অধ্যবসায় বিদ্যুতালোকের ন্যায় উক্তজবলতর চমকিত হইতে লাগিল! দিল্লীর দ্বার পয্যন্ত সে আলোকচ্ছটা দৃষ্ট হইল, জগতের প্রান্ত পৰ্য্যন্ত সে আলোক চমকিত হইল! পুনরায় বর্ষণ আসিল, মানসিংহ ও মোগলগণ ব্যথাযত্ন হইয়া সে বৎসরও মেওয়ার ত্যাগ করিলেন । बिश्ष्ण श्रृंब्रिट्झक्न : अझाम्रौ छात्राटङ झुर्गाम्नङ्ग শস্ত্রেণ রহ্যং যদশকারহ্যং নতম্বশঃসত্ৰভূত্যাং ক্ষিণোতি । —রঘুবংশম । আবার বসন্তকাল আসিল। বসন্তকালের সঙ্গে সঙ্গে পঙ্গপালের ন্যায় শত্রুসৈন্য আসিল। কিন্তু প্রতাপসিংহ শিশোদীয়ের নাম রাখবেন, প্রতাপসিংহ স্বদেশের স্বাধীনতা রাখবেন। পুনরায় পৰ্বত ও উপত্যকা শত্রগণ আচ্ছাদিত করিল, পুনরায় পৰ্বতদগে একে একে হস্তগত কল্লিতে লাগিল, পুনরায় পব্বতকদের ও নিজজন গহা হইতে অল্পসংখ্যক নিভীক রাজপতদিগের তাড়িত করিতে লাগিল। কিন্তু প্রতাপসিংহ শিশোদীয়ের নাম রাখিবেন; স্বদেশের স্বাধীনতা রক্ষা করিবেন; সে বৎসর অতীত হইল, নতন বৎসর আসিল, নতন বৎসর অতিবাহিত হইল, পুনরায় আর এক বৎসর আসিল, অনন্ত যুদ্ধের অন্ত হইল না, মেওয়ার বিজয় হইল না! দিল্লী হইতে নতন সৈন্য প্রেরিত হইল, বৎসরে বৎসরে অধিকতর সৈন্য মেওয়ার আক্রমণ করিল, ভারতবর্ষের প্রধান প্রধান সেনানী সুশিক্ষিত সৈন্যতরঙ্গের সহিত মেওয়ারের উপর প্রধাবিত হইল। নিভীক প্রতাপ রণে ভঙ্গ দিলেন না, মেওয়ার বিজয় হইল না! প্রতাপসিংহ অনেক সময়ে পৰ্ব্বতকন্দরে ও নিৰ্জ্জুন গহবরে বাস করতেন, মেওয়ারের মহারাজ্ঞী ও রাজপত গহবর হইতে গহবরাস্তরে বাস করিতেন, শত্রর আগমনে অনাহারে পবিত হইতে পৰ্বতাস্তরে পলায়ন করিতেন, কখন বন্য ভৗলের আশ্রয় গ্রহণ করিতেন, কখন বন্যপশরে Rఫిd