পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञश्च ब्रछब्नाबलौ। অপরিচিত রমণী পাপের সহিত কথা কহিতেছেন, এরুপ সময় নাহারা মগরোর বাদ্ধা চারণী দেবী সহসা সেই ভীল-গহবরে উপস্থিত হইলেন। চারণীদেবী অগ্রসর হইয়া আপন ধীর ও গম্ভীরস্বরে অপরিচিতাকে বলিলেন,—দেবি ! অদ্য জানিলাম এই অন্ধকারময় ভীমচাঁদের গহবর পবিত্র ও আলোকপাণ, সেই আলোক দশন করিতে আসিলাম। অবগঠেন ত্যাগ করন, মহারাজ্ঞি ! চারণীর নিকট অবগাঠন অনাবশ্যক । তখন মহারাজ্ঞী প্রতাপসিংহের মহিষী অবগঠেন ত্যাগ করিলেন, গরীয়সী বামার উজ্জবল মখেকাস্তিতে সে পৰ্বত গহবর আলোকপণ হইল। সেই উন্নত ললাটে একটা হীরকখন্ড ঝকমক করিতেছে, বক্ষঃস্থলে এক ছড়া মুক্তাহার দোদুল্যমান রহিয়াছে। প্রতাপসিংহের মহারাজ্ঞী তখন চারণীর সহিত কথা কহিতে লাগিলেন, স্তন্ধ হইয়া পাপ সেই কথোপকথন শুনিতে লাগিলেন। রাজ্ঞী। চারণী মাতা, আজি তোমাকে দেখিয়া নির দ্বিগ্ন হইলাম, বিপদের দিনে তুমি চিরকালই আমাদের সহায় । বিপদ ও সঙ্কট মহারাণার অপরিচিত নহে, আমার নিকটও অবিদিত নহে, তথাপি এরপে ঘোর বিপদরাশি পাবেও কখন বোধ হয় মেওয়ার প্রদেশে দেখা দেয় নাই। বহুদিন হইতে মহারাণার সাক্ষাৎ লাভ করি নাই, অনন্ত ষন্ধে ব্যাপত থাকিয়া তিনি স্ত্রীপত্রকে দেখিবারও অবকাশ পান নাই। পত্রকন্যা লইয়া আমি দাগ হইতে দাগাস্তরে আশ্রয় লইয়াছি, অবশেষে কয়েক দিন হইতে এই ভীলদিগের গহবরে আশ্রয় লইতে বাধ্য হইয়াছি। এখানেও আমরা নিরাপদ নহি, তুকীগণ বোধ হয় আমাদের কোন সন্ধান পাইয়া এই দিকে আসিতেছে। ঐ দর উপত্যকায় অদ্য মহারাণার সহিত তুকীদিগের ভয়ানক যুদ্ধ হইয়াছে, সে যুদ্ধ এখনও শেষ হয় নাই, তুকীদিগের যুদ্ধনাদ এখনও শনা যাইতেছে। আমার হৃদয় চিন্তাকুল হইয়াছে, চারণী মাতা, মহারাণার কুশল সংবাদ দিয়া চিন্তা দরে কর। চারণী । মহারাজ্ঞি! শাস্ত হউন, চিন্তা করিবেন না। স্বয়ং ঈশানী আপনার স্বামীকে রক্ষা করিতেছেন, তিনি কুশলে আছেন। রাজ্ঞী। মাতা, তোমার কথায় আমি আশ্বস্ত হইলাম, তোমার মুখে পড়পচন্দন পড়কে। মেওয়ারের মহারাজ্ঞী নিজের বিপদ ডরে না, সে বিপদ তুচ্ছ করিয়া শত্রগণকে উপহাস করিয়া শিশোদীয় ধম্মানসারে জীবনত্যাগ করিয়া আপন মানরক্ষা করিতে জানে। কিন্তু রাজা ও রাজশিশুগণের জন্যই আমার চিস্তা। মেওয়ার প্রদেশে রাজশিশুগণের মস্তক রাখিবার স্থান নাই, గ్ధ శా? - శాtణా శా డా মেওয়ারের ইতিহাস কি অদ্যই শেষ o শিশুদিগের বিপদ স্মরণে সেই বীরহদয় একবার দ্রবীভূত হইল, সেই উজ্জবল নয়নদ্বয় একবার জলে পর্ণ হইল। পাপ নিজের দুঃখ ও বিপদ ভুলিয়া গেলেন, সেই দেবীতুল্য মহারাজ্ঞীর দিকে তিনি ভক্তিভাবে একদটিতে চাহিয়াছিলেন, মহারাজ্ঞীর নয়নের জল দেখিয়া পাপের নয়নও শকে ছিল না। চারণী । শিশোদীয়কুলে যতদিন বীরত্ব আছে, মেওয়ারের ইতিহাস ততদিন লুপ্ত হইবে না। মহারাজ্ঞি, শান্ত হউন, রাজশিশুদিগের এখনও নিরাপদ স্থান আছে ৷ ভীলগণ শিশোদীয়ের চিরবিশ্বাসী, মহারাণা উদয়সিংহকে এই ভীল-সন্দার ভূমিচাঁদের পিতা এই গহবরে । স্থান দিয়াছিল, মহারাণা প্রতাপসিংহের পরিবারকে ভীমচাঁদ স্থান দিবে। মহারাজ্ঞি ! শাস্ত হউন, এই গহবরের অনতিদুরে জাউরার খনির ভিতর সব্যেরশিম প্রবেশ করে না, আহবেব

  • 為bf