পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछ...छ जौवन-नक्कन्न মনুষলধারায় বৃষ্টি আসিল, সেই অনাবত স্থল ভাসাইয়া লইয়া গেল, সমস্ত রাত্রি সিক্তদেহে রাজমহিষী বালিকাদিগকে ক্রোড়ে লইয়া দণ্ডায়মান থাকিতেন, কিন্তু সে ক্লেশ প্রতাপ তুচ্ছ করিয়াছেন, ইহাতে তাঁহার বীর হৃদয় কাতর হয় নাই। কোন পব্বতকন্দরে আশ্রয় লইয়া খাদ্য প্রস্তুত করিয়াছেন। খাদ্য সহসা মিলে না। ক্ষেত্রের “মল” নামক দাবার আটা প্রস্তুত করিয়া মহারাজ্ঞী স্বহস্তে তাহারই রটেী প্রস্তুত করিয়া শিশুসত্তানকে দিয়াছেন। একদিন কন্দরবাসী একটা বনবিড়াল আসিয়া শিশর গ্রাস হইতে সেই রটেী লইয়া পলাইল, শিশু অনাহারে রাত্রি কাটাইল, ক্ৰন্দন করিতে করিতে মাতৃবক্ষে সাপ্ত হইয়া পড়িল। প্রতাপসিংহ এরপে ক্লেশও তুচ্ছ করিয়াছেন, ইহাতে তাঁহার বীর হৃদয় কাতর হয় নাই। কিন্তু অদ্য মহারাণার হৃদয় কাতর, তাঁহার প্রশস্ত ললাট চিন্তারেখাঙ্কিত। মহারাণাকে দরে হইতে দেখিয়া মহারাজ্ঞী পাপের হস্তে রন্ট রাখিয়া সত্বরে স্বামীকে সম্ভাষণ করিতে আসিলেন। দেখিলেন, স্বামীর চক্ষ জলপণে বিস্মিত হইয়া কহিলেন;– এ কি ? অদ্য মহারাণা কাতর কেন ? তুকীরা বলিবে, এতদিনে মহারাণা যুদ্ধে পরিশ্রান্ত হইয়াছেন, বিপদে কাতর হইয়াছেন! প্রতাপসিংহ । জগদীশ্বর জানেন, প্রতাপ পরিশ্রান্ত নহে, বিপদে কাতর নহে। রাজ্ঞী। তবে কি পত্রকন্যার এই দুরবস্থা দেখিয়া কাতর হইয়াছেন ? মহারাণা যদি কন্ট সহ্য করিতে পারেন, আমাদের পক্ষে কি এই কট অসহ্য হইল ? প্রতাপসিংহ। জগদীশ্বর আমার পত্রকন্যাকে সুখে রাখিয়াছেন, তোমাকেও সুখে রাখিয়াছেন। রাজ্ঞি ! এই কালসমরে অনেক যোদ্ধা শিশুদিগকে হারাইয়াছে, বৎস অমরসিংহের ন্যায় বীর পরে হারাইয়াছে, বীরপ্রসবিনী কলর হারাইয়াছে, জ্ঞাতিকুটবে সমস্ত হারাইয়াছে। রাজ্ঞি ! এ কালয়াদ্ধে অনেক যোদ্ধার সংসার মরুভূমি হইয়াছে, জীবন শুন্য হইয়াছে ! রাজ্ঞী। ঈশানী তাহাদিগকে শান্তি দান করুন, এরপে শোক মনয্যের অসহ্য। প্রতাপসিংহ । রাজ্ঞি ! দেবীসিংহ নামক একজন রাঠোর যোদ্ধা আমাদের যুদ্ধকাষে কেশ শুক্ল করিয়াছেন, রাঠোরদিগের মধ্যেও তাঁহার অপেক্ষা বীর কেহ নাই। অধনা তুকীগণ তাঁহার দাগ লইয়াছে, তাঁহার স্ত্রীপরিবার চিতারোহণ করিয়াছে, তাঁহার একমাত্র বীর পত্র তুকী হস্তে হত হইয়াছে। বদ্ধ দেবীসিংহ স্বামিধাম পালন করিয়া কবে নিজ জীবন দান করিবেন, এই আশায় অদ্যাবধি জীবিত আছেন! রাজ্ঞীর নয়ন দিয়া ঝর ঝর করিয়া আশ্রম বহিতে লাগিল, তিনি রোদন করিতে করিতে জিজ্ঞাসা করিলেন—কি বলিলে ? দেবীসিংহের পরিবার সমস্ত গিয়াছে ? দেবীসিংহ একমাত্র বীর পত্র হারাইয়াছে ? হা বিধাতঃ ! পত্ৰশোক অপেক্ষা বিষম বঞ্জ সজেন করিতে তুমিও অক্ষম ! প্রতাপসিংহ। বীর পত্র গিয়াছে, পরিবার গিয়াছে, দাগ গিয়াছে, বংশ বিনাশ হইয়াছে। সেই বদ্ধ আজি আমাকে কহিলেন,—ভগবানকে নমস্কার করি, পত্র বীর নাম কলঙ্কিত করে নাই, এ বন্ধও মহারাণার কায্যে বীরনাম কলঙ্কিত করিবে না। এইরুপ বামিধমের কি এই পরস্কার ? বীর অনচেরগণকে উৎসন্ন করিয়া মেওয়ার রক্ষায় কি ফল ? অশ্রাপণে লোচনে রাজ্ঞী সন্তানদিগকে খাওয়াইতে বসিলেন, প্রতাপসিংহ চিন্তাতে শাস্তি না। অনেকক্ষণ পরে বলিলেন,—যদি রাজ্যলাভের এই দুঃসহ যন্ত্রণাই ফল হয়, প্রতাপসিংহ সে রাজ্য চাহে না, রাজনামে জলাঞ্জলি দিবে। পরদিন মহারাণা আকবরশাহের নিকট পত্রদ্বারা সন্ধি প্রার্থনা করিলেন। θΟ Φι