পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछऋण्छ छौवन-नक्का আকবর যখন প্রতাপসিংহের সন্ধিপ্রার্থনাপত্র পাইলেন, তখন উল্লাসে পণে হইলেন। প্রতাপের ন্যায় মহৎ শয়ন ভারতবৰে আর ছিল না, সেই প্রতাপ সন্ধিপ্রার্থনা করিয়াছেন, অধীনতা স্বীকার কারবেন, এই চিন্তায় আনন্দিত হইলেন, দিল্লীতে আনন্দসচক বাদ্য ও ধামধাম হইতে লাগিল। পথবীরাজ রোযে গজিরা উঠিলেন, দিল্লীশ্বরকে কহিলেন,-এ পত্র জালমার, প্রতাপের কোন শত্র প্রতাপের গৌরবনাশের জন্য এই পত্র সন্টি করিয়াছে। দিল্লীশ্বর! আমি প্রতাপসিংহকে জানি, আপনার রাজমুকুটের জন্য প্রতাপসিংহ অধীনতা স্বীকার করিবেন না। পরে পথবীরাজ প্রতাপকে কবিতাগভ একখানি পত্র লিখিলেন; অদ্য রজনীতে রাজসভায় প্রতাপসিংহ সেই পত্র পাইলেন । প্রতাপসিংহ পাঠ করিতে লাগিলেন – পন্থীরাজের কবিতা। “হিন্দরে আশাভরসা হিন্দর উপরই নির্ভর করে । “তথাপি রাণা তাহাদিগকে ত্যাগ করিতেছেন। “প্রতাপ না থাকিলে সমস্ত সমভূমি হইত। “কারণ আমাদিগের যোদ্ধাগণ সাহস হারাইয়াছেন, রমণীগণ ধৰ্ম্মম হারাইয়াছেন। “আকবর আমাদিগের জাতিস্বরপ বাজারের ব্যাপারী। “উদয়ের পত্র ভিন্ন সমস্ত ক্রয় করিয়াছে— তিনি অমল্য। সম্পন্দ্ৰম বিক্রয় করিবে ? “তথাপি কতজনে বিক্রয় করিয়াছে ৷ “সকলেই ক্ষত্রিয়ের প্রধান ধৰ্ম্মম বিক্রয় করিয়াছেন। “চিতোরও কি এই বাজারে আসিবেন ? “প্রতাপ সমস্ত ধন ব্যয় করিয়াছেন। “কিন্তু রত্নট রক্ষা করিয়াছেন। “নৈরাশে অনেকে এই স্থানে আসিয়া নিজের অবমাননা দেখিতেছেন। “হামিরবংশজ কেবল এই অপযশ হইতে রক্ষা পাইয়াছেন। “জগতে জিজ্ঞাসা করে, প্রতাপ গোপনে কোথা হইতে সহায়তা পায় ? “তাঁহার বীরত্ব এবং তাঁহার খড়্গ হইতে ! তন্দ্বারা ক্ষারধৰ্ম্মম রক্ষা করিয়াছেন। “ব্যাপারী চিরজীবী নহে, একদিন ঠকিবেন। “তখন আমাদিগের শান্য ক্ষেত্র বপন করণাথ প্রতাপের নিকট রাজপতে বীজ লইতে আসিবে। এরপে আশা করে! হয়।” Jo প্রতাপসিংহ একবার, দইবার, তিনবার এই পত্র পাঠ করিলেন। অবশেষে গজন করিয়া එoN