পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राल...ड छौवन-नक्का পরাতন বিশ্বস্ত ভূত্যের এই স্বামধৰ্ম্ম ও প্রভুভক্তি দেখিয়া প্রতাপসিংহের নয়ন জলপশ* হইল, সে জল ধীরে ধীরে মোচন করিয়া কহিলেন-মলিবর আপনার এই ভক্তিতে অীম পরিতুষ্ট হইলাম, কিন্তু রাজপ্রদত্ত ধন কিরাপে পুনরায় লইব ? প্রতাপসিংহ অদ্য দরিদ্র, তথাপি তাঁহার অধীনদিগের ধন হরণ করিতে অক্ষম। ভামাশাহ। মহারাণা ! এ দাস প্রভুকে ধন দিতেছে না, মেওয়াররক্ষাথ মেওয়ারকে দিতেছে, মেওয়ারের অনুপযুক্ত সতে মাতার জন্য আর কি উপকার করিতে পারে ? শিশোদীয়ের ধনপ্রাণ সমস্তই মেওয়ারের, তাহা কি মহারাণার অবিদিত ? মেওয়ারের জন্য আপনারা শোণিত দিতেছেন, আমি তুচ্ছ ধন দিতে কুণ্ঠিত হইব ? প্রতাপ। মন্ত্রিবর! আপনার যুক্তি অখণ্ডনীয়, আপনার উদার স্বদেশভক্তি "দেবতুল্য! আপনার বাক্য শিরোধায্য করিলাম। আপনার দত্ত অথ গ্রহণ করিব, সেই অথবলে আর একবার উদ্যম করিব, মেওয়ার উদ্ধার হয় কিনা দেখিব ! প্রতাপ সসৈন্যে ফিরিলেন, পনরায় আরাবলী অতিক্রম করিয়া মেওয়ারে আসিলেন। ল অফ আ ম সম দল আমার আ ফ ম আর এক t সে উদ্যমের ফল ইতিহাসে লেখা আছে, দেওয়ারের বন্ধক্ষেত্রে অদ্যাপি অঙ্কিত রহিয়াছে। শাহবাজখাঁ সসৈন্যে দেওয়ীরে শিবির সন্নিবেশিত করিয়া অবস্থিতি করিতেছেন, প্রতাপ দেশত্যাগ করিয়া পলাইতেছেন, এইরুপ স্থির করিয়াছিলেন। সহসা ঝটিকার ন্যায় চারিদিকে প্রতাপের সৈন্য আসিয়া পড়িল, দেওয়ারের প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্রে শাহবাজখাঁ সসৈন্যে হত হইলেন। ঝটিকা বহিতে লাগিল। আমাইত পৰ্বতদগে হস্তগত হইল, তথাকার মসলমান দাগরক্ষক হত হইল। ঝটিকা বহিতে লাগিল। কমলমীর দাগ হস্তগত হইল, তথাকার দাগরক্ষক আবদুল্লা সসৈন্যে হত হইল। উদয়পর হস্তগত হইল, এক বৎসরের মধ্যে একে একে স্বারিংশং পবিতদগে" প্রতাপসিংহের হস্তগত হইল। ঝটিকা বহিতে লাগিল। চিতোর, আজমীড় ও মণ্ডলগড় ভিন্ন সমস্ত মেওয়ার পনরায় প্রতাপের হস্তগত হইল। ভগ্নদত দিল্লীতে যাইয়া আকবরশাহকে জানাইল যে ক্রমাগত দশ বৎসর বিপুল অথব্যয়ে মহাবলপরাক্রান্ত আকবরশাহ মেওয়ারে যে জয়লাভ করিয়াছিলেন, প্রতাপসিংহের এক বৎসরের উদ্যমে সে সমস্ত বিলুপ্ত হইয়াছে। ঝটিকা বহিতে লাগিল। প্রতাপসিংহ মেওয়ার অতিক্রম করিয়া তাঁহার প্রধান শত্র মানসিংহের অবর প্রদেশ আক্রমণ করিলেন। দেশ বিপৰ্য্যস্ত ব্যতিব্যস্ত করিলেন, মল্লপার নামক প্রধান নগর ও বাণিজ্যস্থান লন্ঠন করিলেন। ইতিহাসের কথা আর এখানে লিখিবার আবশ্যক নাই। উপন্যাসে আমরা উপন্যাস-বণিত দগের কথাই লিখিব। সয"মহলদগে পুনরায় রাজপতগণ আক্রমণ করিল। সে দগ আক্রমণকালে, তেজসিংহ ও দন্জয়সিংহ ভ্রাতৃদ্বয়ের ন্যায় পরপরের পাশ্বে যুদ্ধ আরম্ভ করিলেন, চন্দাওয়ং ও রাঠোরগণ পরস্পরের সম্মুখে অধিকতর উত্তেজিত হইয়া যুদ্ধ করিতে লাগিল, সে দন্দমনীয়ু বেগের সম্মখে মসলমানগণ দাঁড়াইতে পারিল না। ক্রমে যুদ্ধের গতিতে তেজসিংহ একদিকে ও দন্জয়সিংহ অন্যদিকে যাইয়া পড়িলেন, কিন্তু উভয়েই দগে প্রথমে প্রবেশ করিবার মানসে অসাধারণ বীরত্বের সহিত শত্র সেনা ভেদ করিয়া যাইতে লাগিলেন। ঘটনাক্রমে তেজসিংহই প্রথমে প্রবেশ করিলেন, ক্ষণেক পরই চন্দাওয়ৎগণ মহাকোলাহলে শত্র“সেনা মন্থন করিয়া দগদ্ধার অতিক্রম করিলেন। তখন তেজসিংহ পরাতন শত্রকে লক্ষ্য করিয়া কহিলেন—দগবামিন ! আপনার অনুমতি বিনা আপনার দাগে পাবেই প্রবেশ করিয়াছি, সে দোষ ক্ষমা করিবেন, কেবল মহারাণার কায্যসাধনাথ এইরুপ আচরণ করিয়াছি। এক্ষণে আপনার দাগ আপনি অধিকার করুন, অনুমতি দিলে আমি নিলফাস্ত হই। এ কথায় জঞ্জরিতকলেবর হইয়া দন্জেয়সিংহ কহিলেন–রাঠোর, ঘটনাক্রমে তুমিই প্রথমে দগে প্রবেশ করিয়াছ। তাহাই হউক, আপন রাঠোর লইয়া দাগ রক্ষা কর, আমি তোমার নিকট HOA