পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভিক্ষা চাহি না। আমি সসৈন্যে দাগ হইতে নিৰ্ম্মান্ত হইতেছি, দাগের দ্বার রন্ধ কর, পরে যদি চন্দাওয়ং অসিতে বল থাকে সে আক্রমণ করিয়া দগে কাড়িয়া লইবে। ধীরে ধীরে তেজসিংহ উত্তর করিলেন,—আমি রাজকাৰ্য্যসাধনাথ আপনার দাগে আসিয়াছি, এই সংযোগে দগে অধিকার করিলে বিশ্বাসঘাতকতা হইবে, রাঠোর বিশ্বাসঘাতকতা জানে না। চন্দাওয়ং! এখনও বিদেশীয় যুদ্ধ শেষ হয় নাই, এখনও আমাদিগের মধ্যে যন্ধে নিষিদ্ধ। যখন বিদেশীয় যুদ্ধ শেষ হইবে, তখন রাঠোর পুনরায় সন্য মহলে আসিতে বিলম্ব করিবে না। ধীরে ধীরে আপন রাঠোর সৈন্য লইয়া তেজসিংহ দাগ হইতে নিৰ্ম্মান্ত হইলেন, দতজয়সিংহ আরক্তনয়নে সেই রাঠোর বীরের দিকে চাহিয়া রহিলেন। ইহার"কয়েকদিন পর ভীমগড় দগের উদ্ধার হইল, কিন্তু প্রাচীন যোদ্ধা দেবীসিংহ সেই বিস্তীণ দাগ ও প্রাসাদে কেবল প্রতিধ্বনি শুনিতে পাইলেন। এ জগতে তাঁহার যাহা কিছু প্রিয়দ্রব্য ছিল, তাহা যুদ্ধক্ষেত্রে বা চিতায় বিলুপ্ত হইয়াছে ! দেবীসিংহ সেই যুদ্ধক্ষেত্রে একাকী ক্ষণেক দণ্ডায়মান হইয়া রহিলেন, নবজাত সয্যেরশ্মি দেবীসিংহের মুখমণ্ডলে ক্রীড়া করিতেছে, নবজাত প্রাতের বায় সেই শক্লেকেশ লইয়া ক্রীড়া করিতেছে। এ শোকপণ অসার জগতে পত্ৰশোক অপেক্ষা আর দারুণ ব্যথা কি আছে ? দেবীসিংহ যোদ্ধা, কিন্তু দেবীসিংহ মনুষ্য। ধীরে ধীরে তেজসিংহ নিকটে আসিয়া কহিলেন-পিতার চিরসহেদ আপনাকে আমি কি সাস্তুনা দিব ? কেবল এই জিজ্ঞাসা করি, মহারাণার জন্য সম্মুখযুদ্ধে রাজপত বালক প্রাণ দিয়াছে, সে জন্য কি রাজপন্তপিতা কাতর ? দীঘনিশ্বাস ত্যাগ করিয়া দেবীসিংহ উত্তর করিলেন–রাজপতের ধন, মান, পরিবার সমস্তই মহারাণার, মহারাণার কায্যে শিশৱ চন্দনসিংহ জীবন দিয়াছেন, সে জন্য খেদ নাই। এ কালসমর বদ্ধকে রাখিয়া শিশকে লইল কি জন্য, কেবল এই চিন্তা করিতেছি। শিশ চন্দন ! পিতাকে কেন সঙ্গে লইলি না ? সেই প্রাচীন মুখমণ্ডলে মহেত্তের জন্য কাতরতা-চিহ্ন দটি হইল, বন্ধের নয়ন হইতে ঝর ঝর করিয়া জল পড়িতে লাগিল। তেজসিংহ দেখিলেন, দেবীসিংহ সামান্য ব্যথায় ব্যথিত হন নাই, তিনি সে ব্যথারও ঔষধ জানিতেন। দেবীসিংহের প্রাচীন হস্ত আপন মস্তকে স্থাপন করিয়া কহিলেন–পিতঃ ! আপনি একটী পত্র হারাইয়াছেন, আর একজন এখনও জীবিত আছে। তেজসিংহ পিতার আশীব্বাদ প্রাথনা করিতেছে, পত্রকে আশীব্বাদ করন । দেবীসিংহ। জগদীশ্বর তোমাকে কুশলে রাখনে, পিতৃগদিতে পুনরায় স্থাপন করন। তেজসিংহ। দেবীসিংহ সহায়তা না করিলে পিতৃদুগ কিরপে পাইব ? রাঠোর বীর! আপনি পিতাকে গদিতে আরোহণ করিতে দেখিয়াছেন, পত্রকে কি সহায়তা করিবেন না ? ধীরে ধীরে দেবীসিংহ নয়নের জল মোচন করিলেন, কাতরতা বিস্মত হইলেন, সবলহস্তে অসিধারণ করিয়া কহিলেন-দেবীসিংহের জীবনের এখনও আর একটী উদ্দেশ্য আছে, দেবীসিংহ আপন প্রতিজ্ঞা বিস্মত হয় নাই। অল্টাবিংশ পরিচ্ছেদ ঃ প্রসন্ন আকাশে মেঘরাশি অসারং সংসারং পরিভূষিতরত্নং ত্রিভুবনং ং লোকং মরণশরণং বান্ধবজনং। অদপাং কক্ষদপং জননয়ননিশ্চমাণনফলং। জগজাণারণ্যং কথমসি বিধাতুং ব্যবসিতঃ ॥ —মালতীমাধবমত। একদিন সন্ধ্যার সময় তেজসিংহ ভৗলসম্প্রদর্ণর ভীমচাঁদকে দেখিতে যাইতেছিলেন, এমন সময় পব্বততলে হ্রদতটে সেই ভালবালিকাকে দেখিতে পাইলেন। বালিকা এখনও দেখিতে সেইরাপ, হাসিতে হাসিতে, নাচিতে নাচিতে, গীত গাইতে গাইতে নিকটে আসিল। చిS ఫి