পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछत्रुङ छौबन-नक्का বালিকা গাইল – । প্রভাতে বাগানে গিয়া দেখে এলেম সই, কিবা অপরুপ কথা শুনে এলেম সই। তেজসিংহ। আজ কি দেখেছিলি ? কি শুনেছিলি ? यालिका ।। ७ॐ अदन ना । ফটেছে মালতী ফল গন্ধেতে করি আকুল, ধেয়ে এল অলিকুল, দেখে এলেম সই। তেজসিংহ। এই দেখেছিলি, আর কিছল না ? 即,甲 বালিকা। এই শন না। অলি এসে গান গায়, ফলে শুনে মন্ধে হয়, “তুমি নাথ’ ফল কয়, শনে এলেম সই। তেজসিংহ হাসিতে হাসিতে কহিলেন;–তুই অতিশয় দণ্টা, তোর গান বুঝিয়াছি, এ ফলের নাম কি বল দেখি ? বালিকা। ফলের আবার নাম কি ? ফলের নাম পাপ। পনরায় গাইতে লাগিল।— অলিরাজ ধেয়ে যায়, বায় ফলের মধ্য খায়, ফলে কবে সত্য কয়, দেখিতে পাই কই ? প্রভাতে বাগানে গিয়ে, দেখে এলেম সই, த কিবা অপরাপ কথা শুনে এলেম সই। তেজসিংহের মুখ গম্ভীর হইল। রোষে বালিকার হাত ধরিয়া কহিলেন;–বালিকা, তুই যদি পর্ষ হইতিস, তোর চপলতার শাস্তি দিতাম। बाँलको अभि कि कॉब्रञ्चाइ ? আমাকে ছেড়ে দাও, আর আমি গীত গাইব না। গীত গাইলে তুমি রাগ করবে তাহা কি আমি জানিতাম ? তেজসিংহ। পাপীয়সি! তুই কি জন্য এ গীত গাইলি ? পাপের যদি মিথ্যা নিন্দা করিস, অদ্য আমার হন্তে তোর নিস্তার নাই। বালিকা। আমি পাপের কি জানি, পাপ কে ? আমি দরিদ্র ভীলকন্যা, আমি ফল তুলি, ফলের গান করি, আমি পরের কথা কি জানিব ? আমাকে ছাড়িয়া দাও। বালিকা কি সত্যই বালিকা ? যথার্থই কি কেবল ফসলের গীত গাইতেছিল ? তেজসিংহ কখনও বালিকাকে ভাল করিয়া ব্যঝিতে পারিলেন না। ধীরে ধীরে ললাটের বেদ মোচন করিয়া ভাবিলেন—আমি অনৰ্থক রাগ করিয়াছি। ধীরে ধীরে বালিকার হাত ছাড়িয়া দিয়া কহিলেন,~না, আমি রাগ করিব না, তুই আর একটী গীত গা । বালিকা এবার হাসিয়া করতালি দিয়া গাইল – আর শনেছ আর শনেছ নতন কথা কই, পাপের হইবে বিয়ে কিনতে যাই গো খই। তেজসিংহ। কাহার সহিত বিবাহ হইবে ? বালিকা। ফলের আবার কার সঙ্গে বিবাহ হয় ? অলির সঙ্গে, আর কার সঙ্গে ? তেজসিংহ। ভৗলবালা ! তোর হাড়ে হাড়ে বৃদ্ধি! পপিকুমারীর সহিত কাহার বিবাহ হইবে তাহা কিছু শনিয়াছিস ? বালিকা। তাহা কি জানি ? তুমি কি শুনিয়াছ ? তেজসিংহ। পাপকুমারীর সহিত দতজয়সিংহের একবার সম্ববন্ধ হইয়াছিল, কিন্তু কন্যা তাহাতে সম্মত হয়েন নাই, সে বিবাহ অপেক্ষা মৃত্যু পণ করিয়াছিলেন। বালিকা। তাহা শুনি নাই। তেজসিংহ। কি শনিস নাই ? বালিকা। সে সম্প্ৰবন্ধ ভাঙ্গিয়া গিয়াছে তাহা শুনি নাই । তেজসিংহ। তবে কি শুনিয়াছিস ? ర్సిటి