পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रट्ञभ्ग ब्रछनावलौ ; পাপকুমারী সমস্ত শুনিলেন, স্থিরুবরে উত্তর করিলেন-আমি বিধবা, পরষের অপশনীয়া। পাপের আত্মীয়গণ এ কথা শুনিয়া অতিশয় রাগান্বিত হইলেন, পাপকে অনুরোধ ও ভয়প্রদর্শন করিলেন, বালিকা অধিকদিন অবিবাহিতা থাকিলে নিকলঙ্ক কুলে কলক হইবে বাঝাইলেন। পাপকুমারী সমস্ত শুনিলেন, স্থিরত্বরে উত্তর করিলেন,—আমি বিধবা, পরযের অপশনীয়া । शिरश्न् अब्रिटळकृन्न : ८भथनाण्डानि হিঅআ কিং এবং বেপসি। —অভিজ্ঞানশকুন্তলম । কয়েক বৎসর অবধি পাপ এইরপে একাকিনী চিন্তা করিতেন। সহসা একদিন নিশীথে স্বপ্নের ন্যায় একজন চারণদেব সাক্ষাৎ দিয়া পাপকে বলিলেন,—সে অজ্ঞাত, অপরিচিত, করিতেছেন! স্বপ্নের ন্যায় সে চারণদেব ও চারণের গীত লয় হইয়া গেল, কিন্তু সে বাত্তা পাপের হৃদয় হইতে লয় হইল না। বিধবার হৃদয়ে নব উল্লাস জাগরিত হইল, শাক লালসার উদ্রেক হইল। প্রাতঃকালের প্রথম আলোকচ্ছটায় যেরপে সেই উদ্যানের পক্ষেপগুলি বিকশিত হইত, সেইরাপে চারণবাত্তায় বিধবার হৃদয়ে নিহিত আশা, নিহিত ভাব, নিহিত লালসা সহসা প্রস্ফুটিত হইল। যে অজ্ঞাত বাল্যস্বামীর নাম জপিয়া এতদিন সত্যপালন করিয়াছেন, তিনি জীবিত আছেন! তিনি নিদশন প্রেরণ করিয়াছেন, বাল্যসত্য ভুলেন নাই। পাপকুমারী সেই বাল্যকালের কথা স্মরণ করিবার চেন্টা করিতেন, সেই বাল্যসহদের মখমণ্ডল সমরণ করিবার চেষ্টা করিতেন, এখন যিনি বলিষ্ঠ হইয়া দেশের যুদ্ধ যঝিতেছেন, তাঁহার দীঘ* অবয়ব ও মাখকান্তি কল্পনা করিতে চেষ্টা করিতেন। বাল্যদষ্ট মুখমণ্ডল স্মরণপথে আসিত না, অথবা অনেকক্ষণ চিন্তা করিলে কিছু কিছ মনে পড়িত। একখানি উদার মুখমণ্ডল, প্রশস্ত ললাট, উন্নত দেবকাস্তি শরীর, স্মরণে আসিত। কলপনা হইত, যেন চন্দ্রালোকে সেই বীর দণ্ডায়মান হইয়া পাপের হস্ত ধারণ করিয়াছেন, যেন বীরের উষ্ণ নিশ্বাস, বীরের তপ্ত ওঠে, সেই হস্ত পশ করিল। এ যে সেই চারণদেবের মাত্তি ! 臀 পাপ বিশ্বাসঘাতিনী নহেন, মনের নিহিত কন্দরেও সেই অজ্ঞাত স্বামী ভিন্ন আর কাহারও চিন্তা ছিল না। তথাপি কল্পনা অতিশয় মায়াবিনী; যে স্থানের কথা বার বার শনি, সে স্থান না দেখিলেও কল্পনাবলে মানসচক্ষে যেন সন্ট হয়, যে অদষ্ট পরিষের কথা ধ্যান করি, কল্পনাবলে তাহার একটী চিত্র মনে সন্ট হয়। সেই পরেষের কম্পিত একখানি আকৃতি মনের সম্মখে থাকে, অপরিচিতের মানসিক যে সমস্ত গণে আমরা জানি, তদনুযায়ী একখানি মুখচ্ছবি গঠন করিয়া লই। পাপ যখন অজ্ঞাত ও বাল্যসহদের কথা মনে করিতেন, চারণের দেবতুল্য মখকান্তি হৃদয়ে জাগরিত হইত। তেজসিংহের অসাধারণ বীরত্বের কথা যখন শুনিতেন, চারণের উন্নত দীঘ* অবয়ব, বিশাল বক্ষঃস্থল ও দীঘ বাহ স্মরণ হইত। তেজসিংহের কন্ঠস্বর কর্ণকুহরে শদিত হইতে থাকিত। পাপ অবিশ্বাসিনী নহেন, সত্যপালনের জন্য জগৎ ত্যাগ করিয়াছিলেন, কিন্তু মায়াবিনী কল্পনাশক্তি অজ্ঞাত হৃদয়েশ্বরের আকৃতির সহিত, স্বপ্নবৎ দটি চারণদেবের সহিত সততই বিজড়িত করিত কলপনার সঙ্গে সঙ্গে হৃদয়ও কি সেই মাত্তি’র দিকে প্রধাবিত হইত ? পাপকুমারী জানেন না, আমরাও জানি না। ○>@