পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्राछ...छ छौबन-जझा চাতক যেরূপ মেঘের দিকে চাহিয়া চাহিয়া বিভ্রান্ত হয় না, পাপকুমারী সেইরাপ পাবতপথ চাহিয়া রহিলেন, পুনরায় স্বপ্নবন্দন্ট সেই নবীন চারণকে প্রতীক্ষা করিতে লাগিলেন। পম্পে চন্দালোকে পদচারণ করিতেন, নিস্তন্ধ রজনীতে একাকী জাগরিতা থাকিতেন। দিবা গেল, মাস গেল, রৌপ্যবিনিন্দিত চন্দ্রালোকে সে নবীন মত্তি আর দন্ট হইল না, রজনীর নিস্তব্ধতায় সে সবগীয় সঙ্গীত আর শ্রত হইল না। * আকাশে যেরপে কৃষ্ণমেঘের সহিত বিদ্যুল্লতা ক্রীড়া করে, পাপের হৃদয়ে নৈরাশ্যের সহিত আশা সেইরাপ খেলা করিত। কিন্তু জগৎ সে আশা বা চিন্তার কোন পরিচয় পায় নাই, বিধবা বালার নিম্মল লান মুখমণ্ডলে কোনও ভাব লক্ষিত হইত না। সহসা মসলমানেরা সৰ্য্যেমহল আক্রমণ করিল, নিশীথে অপরিচিত ভীলযোদ্ধার দ্বারা পাপকুমারী অন্যস্থানে নীত হইলেন। তাহার পর রাজপরিবারের সঙ্গে সঙ্গে পপ ফিরিতে লাগিলেন। ভীমচাঁদের পাল হইতে জাউরার খনিতে, তাহার পর কখন কদরে, কখন গহবরে, কখন উপত্যকায়, কখন চাওন্দদগে" বাস করিতে লাগিলেন। এখন যুদ্ধ ক্ষান্ত হইয়াছে, কিন্তু মহারাণা প্রতাপসিংহ প্রাসাদ তুচ্ছ করিয়া পর্ণকুটীরে বাস করিতেন, চিতোর শত্ৰহেস্তে রহিয়াছে বলিয়া এখনও তাপসের ক্লেশ সহ্য করিয়া প্রাসাদ তুচ্ছ করিয়া কুটীরে বাস করিতেন। রাজরাজী ও রাজবধ সেই কুটীরে থাকিতেন, রাজশিশুগণ সেই কুটীরের চারিদিকে ক্রীড়া করিত ! যতদিন চিতোর উদ্ধার না হয়, ততদিন প্রতাপসিংহ অন্য আবাসে বাস করিবেন না। প্রতাপসিংহ জীবিত থাকিতে চিতোর উদ্ধার হইল না; ইতিহাসে লিখিত আছে, প্রতাপ সেই পর্ণকুটীরে প্রাণত্যাগ করেন। পণকুটীরের পাশ্ব দিয়া একটী ক্ষুদ্র নদী বহিয়া যাইত, পাপকুমারী তথায় সব্বদা জল আনিতে যাইতেন। অদ্য রজনীতে সেই স্থানে জল আনিতে যাইলেন ও কলস রাখিয়া নীলমেঘাচ্ছন্ন আকাশের দিকে নিরীক্ষণ করিলেন। অনেকক্ষণ একাকী সেই দিকে চাহিয়া রহিলেন : তাঁহার হৃদয়ের চিন্তা আমরা কিরাপে অনুভব করিব ? মেঘ গজন করিল। সহসা পাপকুমারীর হৃদয় কাঁপিয়া উঠিল কেন ?—কে বলিবে, কি জন্য ? ७कतिरक्ष निब्रट्झम 5 बक्काघाज्र হন্দী হন্দী অঙ্গলেীঅঅমস্যা মেঅও | --অভিজ্ঞানশকুন্তলম । সহসা সদরে হইতে পাপ একটী সঙ্গীতধৰনি শুনিলেন। সে সঙ্গীতে পাপের হৃদয় আলোড়িত করিল, পাবাসমতি জাগরিত করিল! আশায় পাপকুমারীর হৃদয় বিকশিত হইল, আনন্দময় স্বপ্নে পনরায় সে হৃদয় ভাসিল, শাকপ্রায় লতিকা যেন আর একবার মুখ তুলিয়া আকাশের দিকে চাহিল! গীত । “বষাকালে আকাশে সুন্দর ইন্দ্ৰধন দন্ট হয়, তাহার কি কমনীয় কান্তি, কি অনির্বাচনীয় রাপ! সে ক্ষণস্থায়ী ইন্দুধনার স্থায়িত্বে বিশ্বাস করিও, কিন্তু তদপেক্ষা উত্তজৰলনয়না নারীর সত্যে বিশ্বাস করিও না! “বক্ৰগতি কালসপ কি সন্দের উজ্জল চড়া ধারণ করে। সে খল সপৌর সরলতায় বিশ্বাস করিও, কিন্তু তদপেক্ষা সমবেশধারিণী নারীর সত্যে বিশ্বাস করিও না! “জগতের অস্থায়ী দ্রব্যের স্থায়িত্বে প্রত্যয় কর: চপলা বিদ্যুল্লতার কিরণে প্রত্যয় কর; জলে অঙ্কিত রেখার স্থায়িত্বে বিশ্বাস কর; উল্কার স্থিরত্বে বিশ্বাস কর; কিন্তু নারীর সত্যে প্রত্যয় করিও না ! 彎 “জগতের মধ্যে চপল, চঞ্চল, মায়াবী, অপ্রকৃত, সমস্ত দ্রব্য একীভূত কর, তাহার উপর নাম লিথ, ‘নারীর সত্যপালন । Ꮌ ᎼᎸ