পাতা:রমেশ রচনাবলী (উপন্যাস).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$. সংগার বিন্দ উঠিয়া স্নান্নাঘরে গেলেন। সেই দিন গাছের কচি কাঁচ অব পাড়িয়া তাহার ieBB BBB BB BB kkk kBB BBB BB B দেখ !” হেম হাসিয়া অম্বল ভাতে মাখিলেম, খাইয়া সহস্যে বলিলেন, “হা, এ রাজার উপাদেয় দ্রব্য বটে, কিন্তু সে আমাদের এ রাজ্যের গণ নয়, রাজরাণীর হাতের গণে।” করবার আমার ইচ্ছা নাই, কিন্তু তিনি তোমার পৈতৃক ধন কেড়ে নেবেন, আমাদের দরিদ্র বলে u iBB D iBB BB D DD BB BBB नां ।। * বিন্দ। তবে এক কাজ কর দেখি। ঐ ভাত কটা এই ঘন দুধ দিয়ে খেয়ে নাও দেখি, তা হলে গায়ে জোর হবে, তার পর কোমর বেধে লড়াই করো। 虧 হেমচন্দ্র যুদ্ধের সেই উদ্যোগ করিলেন, আবার গাভীদন্ধের অথবা রাজ্ঞীর রন্ধন-নৈপুণ্যের প্রশংসা করিলেন। তখন বিন্দ বলিলেন, “আচ্ছা, জ্যেঠা মশাইয়ের সঙ্গে এ বিষয়টা মিটিয়ে ফেল্পে ভাল হয় না ? গ্রামের পাঁচজন ভদ্রলোক আছেন। হেম। সে চেণ্টাও করেছিলাম। তোমার জ্যেঠা মশাই বলেন, সে জমিতে তাঁরই স্বত্ব আছে, তিনি এখন দশ বৎসর অবধি জমিদারকে খাজনা দিচ্চেন, তিনি অর্থ ব্যয় করে জমির উন্নতি করেছেন, এবং জমিদারের সেরেস্তায় আপনার নাম লিখিয়েছেন, এখন তিনি এ জমি হাতছাড়া করবেন না। তবে তোমাকে ও সন্ধাকে কিছ নগদ অর্থ দিতে সক্ষমত আছেন, তা জমির প্রকৃত মল্য নয়, অদ্ধেক মল্যে অপেক্ষাও অলপ। কেবল আমরা দরিদ্র, এই জন্য তিনি এরপে অন্যায় করছেন। বিন্দর। আমি মেয়ে মানুষ, তুমি যতদর এ সব বিষয় বঝে, আমি ততদরে পারি না, কিন্তু আমার বোধ হয়, তিনি যা দিতে চান, তাতেই স্বীকার হওয়া ভাল। তিনি আমাদের গরেন, এক সময়ে আমাকে পালন করেছেন, যদি কিছু অলপমালোই তাঁকে একটা জিনিস দিলেম, তাতেই বা ক্ষতি কি ? আর দেখ, মকদমা করলে আমাদের বিস্তর খরচ, কাজ করতে হবে, তা কেমন করে পরিশোধ করব ? যদি মকদ্দমায় জমি পাই, তা হলে ঋণ পরিশোধ করতে সে জমি বিক্ৰী হয়ে যাবে, আর জ্যেঠা মশাই চিরকাল আমাদের শত্র থাকবেন। আর যদি মকদ্দমায় হারি, তবে একুল ওকুল দরুল গেল। তিনি যদি কিছু অলপ মচলাই দেন, না হয় আমরা কিছু অপেই পেলেম, গোলমালটা এইখানেই শেষ হয়। আমি মেয়ে মানুষ, ও সব গোলমাল বুঝি না, মকদ্দমা বড় ভয় করি, সেই জন্যই এরপে বল্লেম; কিন্তু তুমি রাগ না করে বেশ করে বিবেচনা করে দেখ, শেষে যেটা ভাল বোধ হয় সেইটে করু। হেমচন্দ্র আহার সমাপন করিলেন, এক ঘটি জল খাইলেন, অনেকক্ষণ বিবেচনা করিয়া ধীরে ধীরে বলিলেন, “তোমার মত মেয়ে মানবে যার বন্ধ, সে এ জগতে ভাগ্যবান। আমি তোমার সঙ্গে পরামর্শ না করে যে উকীলের নিকট গিয়েছিলেম, সে আমার মুখতা। তোমার পরামশাটী উৎকৃষ্ট। আমি এই পরামশাই গ্রহণ করলেম, জ্যেঠা মশাই বাড়ী এসেছেন; কল্যই আমি এ বিষয় নিম্পত্তি করব। আর পুনরায় যখন কোন পরামশের আবশ্যক হবে, এই ঘরের বৃহস্পতির সঙ্গে অগ্রে পরামশ করব।” ካ বিন্দ সহস্যে বলিলেন, “তবে বহম্পতির আর একটী পরামর্শ গ্রহণ কর।” হেম। কি বল, আমি কিছই অস্বীকার করব না। বিন্দর। ঐ বাটীতে যে দধেটকু পড়ে আছে সেটুকু চুমাক দিয়ে খাও দেখি। হেমচন্দ্র অগত্যা বৃহস্পতির এই দ্বিতীয় পরামর্শটীও গ্রহণ করিলেন, পরে আসন ত্যাগ করিয়া আচমন করিলেন। ■ বিন্দ তখন হেমচন্দ্রের জন্য শয্যা রচনা করিয়া দিলেন, হাতে একটুী"ান দিলেন, এবং অনেকক্ষণ পৰ্য্যন্ত সেই শয্যায় স্বামীর পাশ্বে বসিয়া সাংসারিক কথাবাত্ত কাঁহতে লাগিলেন। অনেকক্ষণ কথাবাত্তার পর হেমচন্দ্র সেই স্নেহময়ীকে আপন হৃদযে ধারণ করিয়া সস্নেহে চুম্বন උළු කු २२